বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, গত বছর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার রাজপথে জীবন বাজি রেখে লড়াই ও আত্মদানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। বৈষম্যমূলক সমাজের আকাংখাকে বুকে ধারণ করে প্রায় দেড় হাজার শহিদী আত্মদানে গণঅভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পারলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। ফলে ১ বছর পূর্তিতে এসে আমরা দেখছি বৈষম্যহীন সমাজের স্বপ্নের অপমৃত্যু ঘটতে চলেছে। ’২৪ এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশে তিনি একথা বলেন।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব বুলবুল, ব্যাটারি রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি খালেকুজ্জামান লিপন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঢাকা নগরের সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস।
সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন, নূর হোসেন স্কোয়ার, গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।