১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৫৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ
বিচার বিভাগ দলীয়করনে বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায় বিচার পাচ্ছেনা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২২
বিচার বিভাগ দলীয়করনে বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায় বিচার পাচ্ছেনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর /ফাইল ছবি


`দেশের মানুষ যখন রাষ্ট্র দ্বারা নির্যাতিত হবে অন্তত তখন সে বিচার বিভাগের কাছে গিয়ে একটা রিলিফ পাবে- এটা ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষা। কিন্ত দুর্ভাগ্যের কথা, আজকে সেই বিচার বিভাগকে তারা দলীয়করণ করে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীদের বিচারের যে গুলো হয়, সেগুলো হয়ে যাচ্ছে একেবারে জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে । তারা ন্যায়বিচার পাচ্ছেন না ” কথাগুলো বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার ১৫ এপ্রিল রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গনে ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে একটা ছদ্দবেশী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেজন্যই তারা একে একে সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে সবার আগে তারা হাত দিয়েছে বিচার বিভাগে। 

 তিনি বলেন অতিসম্প্রতি আপনারা দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান, যিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলাটির কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।  আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ। আমরা মনে করি, এটা শুধু বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

 মহানগর দক্ষিন আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা কর্মী ছাড়াও নাগরিক অধিকার পরিষদ জোটের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পূর্বে গোমূত্র পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন উল্লেখ্য মহানগর দক্ষিণের দক্ষিণ বিএনপি'র বিশাল আয়োজনে ইফতারে বিভিন্ন থানা ও ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মী সমর্থক অংশ নেন। 


শেয়ার করুন