১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:১৪:৫৪ পূর্বাহ্ন


নরসিংদী জেলা সমিতির পিকনিক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
নরসিংদী জেলা সমিতির পিকনিক বনভোজনে অংশগ্রহণকারীরা


নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা প্রাকৃতিক সৌন্দর্যেঘেরা লংআইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে গত ৬ জুলাই অনুষ্ঠিত হয়। বনভোজনে প্রবাসী নরসিংদীবাসী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনেকে ওয়াশিংটন, নিউজার্সি ও আশপাশের স্টেট থেকে অংশগ্রহণ করেন।

বনভোজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আফজাল মনির, গেস্ট অব অনার ছিলেন মিলেনিয়াম টিভির ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও প্রধান পৃষ্ঠপোষক আহসান হাবীব। বনভোজনের উদ্বোধন করেন শামীম হাসান, সভাপতি বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা, সাবেক চেয়ারম্যান ডা. নাজমুন খান, ট্রাস্টি সদস্য ইঞ্জিনিয়ার আহসানুল হক, মাহাবুবর রহমান চুন্নু, বিএম মোরাদ, মাহাবুব হোসেন, এ কাদের জিলানী, মো. মহসিন হোসেন, অধ‍্যক্ষ জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার নুরুল হক, জাহিদুল আহমেদ, পিকনিকের আহ্বায়ক জাকির খান, প্রধান সমন্বয়কারী ইসমাইল হোসেন, সদস্য সচিব অলিউল্লাহ খন্দকার সুমন ও কার্যকরি পরিষদের সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল ও উপস্থিত সব মহিলাকে স্পেশাল গিফট ও শিশুকে খেলনা উপহার দেওয়া হয় ও রাফেল ড্রর ১ম পুরস্কার ছিল আজহার ইসহাক খোকার সৌজন্যে ঢাকা-নিউইয়র্ক-ঢাকা বিমান টিকেট, ৬৫ ইঞ্চি টিভি, আইফোন, আপেল ওয়াচ, আইপ্যাড ল্যাপটপসহ ১০টি পুরস্কার লটারিতে জিতে নেন অংশগ্রহণকারীরা।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, প্রধান নির্বাচন কমিশনার সালমান জাহিদ জুয়েল, আবুল বাশার মিলন, সভাপতি এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি, আবু তালেব চান্দু বিশিষ্ট রাজনীতিবিদ, গিয়াস উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ, নুরুল আজিম, সিইও ইস্টার্ন ইনভেস্টমেন্ট, কবির আহমেদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নরসিংদী সদর, সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন, মো. আখতার বাবুল, সাহিত্য সম্পাদক বাংলাদেশ সোসাইটি, তারেক হোসেন, সিইও তারেক টিউটোরিয়াল, শফিকুর রহমান তোতা, প্রধান উপদেষ্টা গাজীপুর সোসাইটি, মাসুম বেপারী, বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি, জসিম খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা সমিতি, ফিরোজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা সমিতি, ফেরদৌস আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি, মোরশেদ খান শিবলী সাবেক সাধারণ সম্পাদক ইয়েলো সোসাইটি, ডা. শেখ এম ইউসুফ, ডিডিএস, জিয়াউর রহমান, সভাপতি গাজীপুর সমিতি, রাসেল আকন্দ, সাধারণ সম্পাদক গাজীপুর সমিতি, সৈয়দ আবদুর রব, সিইও স্টার টেক্স সর্ভিসেস।

আরো উপস্থিত ছিলেন-মো. নুরুল আমিন, হামিদুল হক, মো. রহমান শাহীন, রনজিৎ সাহা, সৈয়দ আবদুর রব, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, হাবীবুর রহমান, আতাউর রহমান, সারোয়ার চৌধুরী, অঞ্জন কুমার ঘোষ, শাহীনুল হাসান, হুমায়ুন কবীর ও মো. এ মামুন, ফিরোজ আহমেদ, মোহাম্মদ বাদল, কবির আহমেদ।

বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল ও সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। রাফেল ড্র ও সদস‍্য সংগ্রহে ছিল ইকবাল ভূঁইয়া, মাহবুব ভূঁইয়া ও জাহাঙ্গীর আলম।

মহিলাদের পিলো থ্রু ও বাচ্চাদের খেলাধুলা পরিচালনা করেন আহ্বায়ক জাকির খান, মতিউর রহমান, গোলাম মোস্তফা, মাসুদুর রহমান মোরাদ, নাজমুল হক, মোফাজ্জল হোসেন তহুরা বেগম ও শামীমা খান। খাবার পরিবেশন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বি এম মাসুদ, তুহিন খান, সাইফুর রহমান, আব্দুল কাইউম, কামরুজ্জামান, আতিকুর রহমান, সজল, ইয়াসীন,স্বপন, কামাল, জেরিন ও সুমি।

বিপুলসংখ্যক নরসিংদীবাসী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এই বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোজী আজাদ ও ভোলা আফরোজ। সবশেষে সন্ধ্যা ৮টায় নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন সবাইকে অভিনন্দন জানিয়ে এযাবৎকালের সেরা বনভোজন ও মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন