৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১৭:১২ অপরাহ্ন


নিউইয়র্কে ইমিগ্রেশন গ্রেফতার রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
নিউইয়র্কে ইমিগ্রেশন গ্রেফতার রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ফ্লোরিডায় নবনির্মিত অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


নিউইয়র্ক সিটিতে অভিবাসী গ্রেফতারের হার হঠাৎ করেই নাটকীয়ভাবে বেড়ে গেছে। জুনে মাসের শুরুতেই তা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নতুনভাবে প্রকাশিত ফেডারেল তথ্য বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের গণনির্বাসন নীতির বাস্তবায়ন এখন এক নতুন ধাপে পৌঁছেছে। অভিবাসন-বিষয়ক গবেষণা সংস্থা ‘ডিপোর্টেশন ডাটা প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের প্রথম ১০ দিনেই অভিবাসী গ্রেফতারের সংখ্যা ছয় গুণ বেড়েছে।

এ তথ্য ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে প্রাপ্ত ফেডারেল রেকর্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে, নিউইয়র্ক সিটি ও আশপাশের অঞ্চলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান ক্রমেই ব্যাপক ও আক্রমণাত্মক রূপ নিচ্ছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত নিউইয়র্ক সিটিতে আইসের হাতে মোট ২ হাজার ৯ জন অভিবাসী গ্রেফতার হয়েছেন। যদিও এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় তুলনামূলকভাবে কাছাকাছি, মে মাস থেকে পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। মে মাসে আইস আগ্রাসী অভিযান শুরু করে। মুখোশ পরা এজেন্টরা নিউইয়র্কের বিভিন্ন ইমিগ্রেশন আদালত, চেক-ইন কেন্দ্র এবং সরকারি ভবনের ভেতরেই অভিবাসীদের আটকাতে শুরু করে। এই গ্রেফতার হওয়া ব্যক্তিদের অধিকাংশেরই বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ কিংবা বিচারাধীন মামলা ছিল না। শুধু মে মাসেই গ্রেফতারের সংখ্যা ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪০৯ জনে, যেখানে গত বছরের মে মাসে গ্রেফতার হয়েছিল ২৮১ জন। আর জুনের প্রথম ১০ দিনেই গ্রেফতার হয় ৪৯৫ জন অভিবাসী-যা ২০২৪ সালের পুরো জুন মাসের মোট গ্রেফতার (২৪৭ জন) থেকে দ্বিগুণেরও বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় সাতগুণ বেশি।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র উঠে আসে ৩ ও ৪ জুন, যখন প্রতিদিন ১১০ জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করে আইস। এটি গত দুই বছরের মধ্যে যে কোনো একক দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এ অভিযানগুলো ম্যানহাটনের ফেডারেল কোর্ট এবং ব্রঙ্কস ও আপার ম্যানহাটন এলাকায় কেন্দ্রীভূত ছিল।

প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালে নিউইয়র্কে আইসের হাতে গ্রেফতার হওয়া অভিবাসীদের প্রায় ৪৯ শতাংশের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড বা অভিযোগ নেই। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন এখন আর শুধু অপরাধে জড়িত অভিবাসীদের নয়, বরং সাধারণ ও শান্তিপূর্ণ অভিবাসীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে, নিউইয়র্ক এখন ট্রাম্প প্রশাসনের ‘ডিপোর্টেশন মেশিন’-এর কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে নাগরিক অধিকার, মানবিক মূল্যবোধ ও আইনি নিরাপত্তাকে উপেক্ষা করে চলছে নির্বিচার ধরপাকড় ও ভয়ভীতির রাজনীতি।

শেয়ার করুন