৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১২:০৪ অপরাহ্ন


নরসিংদী জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৫
নরসিংদী জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বনভোজনে অতিথি ও নেতৃবৃন্দ


বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৯ জুন অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএর মনোমুগ্ধকর বার্ষিক বনভোজন। বনভোজনে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল ১০টায় বনভোজন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, গেস্ট অব অনার আবু জাহিদ মো. ফজলুর রহমান, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উদযাপন কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, প্রধান সমন্বয়কারী সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বনভোজনে আগত সবাইকে সকালের নাশতা, তরমুজসহ রকমারি খাবার পরিবেশন করা হয়। বনভোজনের বাচ্চা এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা ছিল-ছোটদের জন্য ব্রাউন ফেইডা আর্ট, ট্যাটু আঁকা, কটন ক্যান্ডি, বেলুন অ্যানিমেশ, হাওয়াই মিঠাইসহ বিভিন্ন আইটেম। বড়দের জন্য ফুটবল প্রতিযোগিতা ও মহিলাদের জন্য ছিল আকর্ষণীয় পিলু পাসিং খেলা। সকাল থেকে ছিল সবার জন্য চা, বিকালে ঝালমুড়ি, ফিরনি। অনুষ্ঠানে ছিল ১০টি আকর্ষণীয় পুরস্কার। প্রাকৃতিক মনোরম পরিবেশে সবাই হাসিমুখে দিনটি উদযাপন করলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, গেস্ট অব অনার ছিলেন আবু জাহিদ ফজলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) উদ্বোধক ছিলেন আইডি পিএমএর প্রেসিডেন্ট আবুল কালাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইউসুফ ডিডিএস, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মো. জাহিদুল হক খান অরুন, আলহাজ সহন ভূঁইয়া, মোহাম্মদ বেলাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মোল্লা মনিরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রধান নির্বাচন কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, নির্বাচন কমিশনার মনিরা বেগম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান, সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার এহসানুল হক, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম কিবরিয়া, ওবায়েদুর রহমান ভূঁইয়া ইমন, সদস্যসচিব মোহাম্মদ লুৎফর রহমান খান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহবুবুর রহমান মুকুল, সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, আসাদুজ্জামান বাবু, কার্যকরি পরিষদের সহ-সভাপতি বাবু সন্তোষ সাহা, মোহাম্মদ তাজুল ইসলাম কামাল, প্রচার সম্পাদক ফারুক মিয়া, মহিলা সম্পাদিকা আয়েশা বেগম, আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আমিনুল হক, প্রধান উপদেষ্ঠা মেজবাহ উদ্দীন, সাবেক সভাপতি প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক সমিতির আকতার বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বনভোজন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার স্মরণিকা সোনাইমুড়ী-২ প্রকাশিত করা হয়েছে। সম্পাদক ছিলেন আলহাজ সহন ভূঁইয়া, উপসম্পাদক ছিলেন আসাদুজ্জামান বাবু। বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ। বনভোজনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন ছিল সবার জন্য আনন্দের। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের অত্যন্ত জনপ্রীয় সংগীতশিল্পী রুখসানা মির্জা, সজীব ও কামাল হোসেন। অনুষ্ঠানে রাফেল ড্র শেষে সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বনভোজন সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন