ব্যক্তি নাম থেকে সমিতির নামে ভবন অন্তর্ভুক্তির বিষয়ে আরো কিছুদিন ধৈর্য্য ধারণ করার আহ্বান জানানো হয়। কারণ আইনী প্রক্রিয়া রয়েছে। সমিতি নন প্রফিট অর্গানাইজেশন, সবকিছু খোলা মেলা বলা যায় না।
গত ৩০ জুন ওজনপার্কের একটি রেস্টুরেন্টে বিয়ানীবাজার সমিতির ৩য় সাধারণ সভায় সভাপতি আব্দুল মান্নান এ আহ্বান জানান। সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আলম অপুর পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা ফখর উদ্দীন, বেলাল উদ্দীন ফখরুল, মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের (একাংশের) সভাপতি বদরুল হোসেন খান।
সভার প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত করেন হোয়াইয়া খান। দোয়া পরিচালনা করেন মওলানা রফিক আহমদ। সাধারণ সম্পাদক তার সম্পাদকীয় রিপোর্টে বিগত ৬ মাসের কার্যকালে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পিঠা উৎসব, বাংলাদেশ সোসাইটি আয়োজিত ভাষা দিবসে অংশগ্রহণ, ১৬ মার্চ ২০২৫ ইফতার ও দোয়া মাহফিল, ৭ এপ্রিল ২০২৫ সমিতির ভবনে স্বাধীনতা দিবস পালন, বিয়ানীবাজার সমিতির আজীবন সদস্য গোলাম মর্তুজা তাপাদারের শারীরিক অসুস্থতা ও দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ১৫০০ ডলার অনুদান অসহায় ও দুর্গত ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে ডনেট ফর গাজায় ২ হাজার ২৪৩ ডলার সংগৃহিতের কথা উল্লেখ করেন। এ টাকা ২১ মে যাকাত ফাউন্ডেশনের মাধ্যমেই ফিলিস্তিনীদের কাছে প্রেরণ করা হয়। গত ৬ মাসে প্রবাসী ৭জনকে আজীবন সদস্য করা হয়। এর থেকে আয় .হয় ১৬৫০ ডলার। বিয়ানীবাজার সমিতির ভবন বিয়ানীবাজার সমিতির নামে করার উদ্যোগের ব্যাপারে সকল দাপ্তরিক কাজ সম্পন্ন করার কথা বলা হয় এবং সমিতির ভবন সমিতির নামে নিয়ে আসতে কোন জটিলতা নেই বলেও উল্লেখ করেন। .গত ২৯ ডিসেম্বর ২০২৪ সাধারণ. গভায় ঘরের ব্যাপারে আলোচনা শেষে সাবেক সভাপতি মকবুল রহিম চুনই ও ফারুক আহমেদকে আহমদ এ হাকিম ও শফিকুর রহমানের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দায়িত্ব দেয়া হয়। প্রবাসী বিয়ানীবাজারবাসি কেউ মারা গেলে তাদের খোঁজ খবর নেয়াসহ ফিউনারেল ও কবর দেয়া পর্যন্ত সমিতির সভাপতি, সহ সেক্রেটারী পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক খোঁজ রাখেন এবং সহযোগিতা করেন।
আগামী দিনের কর্মসূচির মধ্যে বার্ষিক বনভোজন, ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধন, ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টের কথা বলা হয়। সম্পাদকীয় রিপোর্টে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা বিয়ানীবাজার সমিতি আরও এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু তার রিপোর্টে গত ৬ মাসে বিভিন্ন খাতে ব্যয় তুলে ধরেন। আয় করা হয় ৩১৭,৪২৩ ডলার ০৬ সেন্ট। ব্যয় ১৩৫৬৪৩ ডলার ১১ সেন্ট। ব্যাংকে জমাকৃত অর্থ রয়েছে ১৮১,৭৭৯ডলার ৯৫ সেন্ট। আগামী ৬ মাসের প্রস্তাবিত বাজেট (জুলাই- ডিসেম্বর ২০২৫)।
বার্ষিক বনভোজন ও মেলা ১৫০০০ ডলার, ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট ৫ হাজার ডলার, সাধারণ সভা ডিসেম্বর (২০২৫) ২৫০০ডলার, বিজয়দিবস ১২০০ডলার, শীত কালীন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ১৫০০.ডলার, রোব কল ১৫০০ডলার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ২০০০ ডলার, ভবন রক্ষণাবেক্ষণ ৮০০ডলার, অফিস খরচ ৫০০ ডলার। মোট ৩০হাজার ডলার প্রস্তাবিত বাজেট।
সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্টের উপর আলোচনায় অন্যান্য প্রসঙ্গের মধ্যেই সমিতির ঘর ব্যক্তি.মালিকানা থেকে সমিতির নামে অন্তর্ভুক্ত করার উপর বেশি গুরুত্ব পায়। সভার সভাপতি এজন্য সময় ও ধৈর্য্যরে অনুরোধ করেন। আলোচনায় অংশ নেন আজমল হোসেন কুনু, আজিজুর রহমান পাখি, মকবুল রহিম চুনই, মোজাহিদুল ইসলাম, ফারুক আহমেদ, জামাল হোসেন, মোহাম্মদ আলীম, হেলাল উদ্দিন, আব্দুশ শহীদ মাষ্টার, নুরুল খান, আমিনুল হোসেন, বুলবুল খান, জহির উদ্দিন জুয়েল লিটন।
সাধারণ সভায় কোরান তেলওয়াত প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সম্পাদকীয় রিপোর্টের উপর আলোচনা শেষে বিবিধ আলোচনায় সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন প্রস্তাব উত্থাপন করে বলেন, সমিতির মেয়াদ ২ বছরের পরিবর্তে ৩ বছর, কার্যকরি কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি, বছরে ২ টি সাধারণ সভার বদলে ৪ টি সাধারণ সভা, নির্বাচন অক্টোবর মাসের পরিবর্তে আগস্ট মাসে নিয়ে আসা। সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সম্পন্ন করেন।