৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৮:১৮ অপরাহ্ন


মসজিদে একবারও যাননি গভর্নর হিসেবে কুমো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
মসজিদে একবারও যাননি গভর্নর হিসেবে কুমো নিউইয়র্ক স্টেটের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো


নিউইয়র্ক স্টেটের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো আট বছর স্টেট অ্যাটর্নি জেনারেল এবং দুই মেয়াদে গভর্নর থাকাকালে পুরো ১০ বছরের শাসনামলে একবারও কোনো মসজিদ পরিদর্শন করেননি বলে এমন অভিযোগ এনেছেন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহারান মামদানির প্রচার দল। নিউইয়র্কে বসবাসরত ৭ লক্ষাধিক মুসলিম বাসিন্দার ধারাবাহিক দাবির মুখেও কুমোর এই উদাসীনতাকে মুসলিম সম্প্রদায়ের প্রতি অবহেলার একটি জ্বলন্ত নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কুমো বলেন, তিনি ‘নিশ্চিত নন’ তিনি কোনো মসজিদে কখনো গিয়েছেন কি না। এর জবাবে মামদানির প্রচার দল জানায়, কুমোকে রেকর্ড খুঁজতে হবে না, আমরা খুঁজে দিয়েছি। তিনি গভর্নর হিসেবে প্রথম সাত বছরে কোনো মসজিদে যাননি এবং শেষ তিন বছরেও তার মসজিদ পরিদর্শনের কোনো তথ্য বা সরকারি রেকর্ড নেই।

এই তথ্য এমন সময় সামনে এলো, যখন কুমোর সুপার প্যাক থেকে মামদানির বিরুদ্ধে বিতর্কিত একটি প্রচারপত্র প্রকাশিত হয়। সেখানে মামদানির দাড়ি ডিজিটালি ঘন ও গাকালো করে উপস্থাপন করা হয়, যা স্পষ্টভাবে ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী প্রচারণার নিদর্শন বলে সমালোচিত হয়েছে। জানা গেছে, এ সুপার প্যাকটি ট্রাম্পপন্থী ধনকুবেরদের অর্থায়নে পরিচালিত।

মেমদানি এক প্রতিক্রিয়ায় বলেন, এটি শুধু আমার বিরুদ্ধে নয়, এটি আমাদের শহরের মুসলিম সম্প্রদায়, প্রগতিশীল রাজনীতি এবং সবার জন্য সমান মর্যাদার বিরুদ্ধে কুমোর পুরোনো ঘৃণার রাজনীতিরই অংশ। তিনি আরো বলেন, নিউইয়র্কের মুসলিমরা বহু বছর ধরেই রাজনৈতিক স্বীকৃতি ও প্রতিনিধিত্বের দাবি জানিয়ে আসছেন। অথচ একজন গভর্নর হিসেবে কুমোর একবারও মসজিদ না যাওয়াকে অনেকেই একটি তাৎপর্যপূর্ণ ও চিন্তাজনক ঘটনা হিসেবে দেখছেন।

কুমোর প্যাকের ইসলামবিদ্বেষী প্রচারপত্রের নিন্দা জানালেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রে‍টিক প্রাইমারিতে প্রার্থী জোহারান মামদানি বিতর্কিত প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোর সুপার প্যাক থেকে পাঠানো একটি ইসলামবিদ্বেষী মেইলারের তীব্র নিন্দা জানিয়েছেন। বিতর্কিত এই মেইলারটিতে মামদানির দাড়ি ডিজিটালি ঘন ও কালো করা হয়েছে, যা স্পষ্টত ধর্মীয় ও জাতিগত স্টেরিওটাইপ ব্যবহার করে তাকে হুমকিস্বরূপ উপস্থাপন করার অপচেষ্টা।

এই বিষয়ে মামদানি বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। আমার দাড়িকে ঘন ও গা কালো করে তোলা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যেন আমাকে ভীতিজনক দেখানো যায়। এই ধরনের প্রচার শুধুই সাম্প্রদায়িক ভীতি ও ঘৃণা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা। কুমো এবং তার ধনিক পৃষ্ঠপোষকরা ভয় পাচ্ছেন এর কারণ আমরা এমন একটি নিউইয়র্ক গড়ে তুলতে যাচ্ছি, যা সব নিউইয়র্কবাসীর জন্য বাসযোগ্য হবে, শুধু ধনীদের জন্য নয়।

তিনি আরো বলেন, এই একই ধরনের আক্রমণের শিকার হয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামাও, যখন তিনি একটি আশার ভিত্তিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরাও সেই পথেই চলছি। এই প্রচারাভিযান নিবেদিত কর্মজীবী মানুষের মর্যাদা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে।

মেইলারটি স্পন্সর করেছে কুমোর সুপার প্যাক, যা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অর্থায়নে জড়িত ধনকুবেরদের কাছ থেকে অর্থ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, জনপ্রিয় ফুড ডেলিভারি কোম্পানি ডোরড্যাশ এই প্যাকের অন্যতম বড় দাতা এবং মামদানির প্রচার দল কোম্পানিটিকে এই ধরনের ঘৃণার রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

জোহারান মামদানি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সদস্য, যিনি অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি এলাকা প্রতিনিধিত্ব করছেন। দুই মেয়াদে তিনি নিউইয়র্কের কর্মজীবী মানুষের পক্ষে বাজেট, ঋণমুক্তি এবং পরিবহন সুবিধার উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। এবার তিনি নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটি এমন শহর গড়ার প্রতিশ্রুতি নিয়ে যেখানে আবাসন, জ্বালানি ও ন্যায়বিচার কেবল ধনীদের জন্য নয়, সবার জন্য নিশ্চিত থাকবে।

শেয়ার করুন