৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৯:৫৮ পূর্বাহ্ন


১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে বাংলাদেশে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৫
১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে বাংলাদেশে কোরবানির পশু


আগেই ধারণা করা হয়েছিল, এবার ঈদ উল আজহায় পশু কোরবানি কম হবে। কারণ দীর্ঘ ১৬ বছর শাসন করা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীরা বাইরে বের হতেও ভয় পান। রয়েছে আত্মগোপনে। শীর্ষ নেতৃত্ব তো পালিয়ে গেছেন। ফলে দীর্ঘ ওই সরকারের সময়ে বিভিন্নভাবে অর্থ উপার্জনকারীরা কোরবানি দিতে আসছেন না। এতে বড় ধরনের একটা সংখ্যা কোরবানিকারী কমে যাবে। বাস্তবেও ঘটলো তাই। 

এবারের ঈদুল আজহায় দেশজুড়ে প্রায় ৯১ লাখ পশু কোরবানির তথ্য দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যা গতবারের চেয়ে প্রায় পৌনে ১৩ লাখ কম। ঈদের চতুর্থ দিনে এসে মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি এবং ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। অন্যান্য পশু কোরবানি হয় ৯৬০টি।

দেশে ২০২৪ সালের কোরবানি ঈদে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি পশু কোরবানির তথ্য দিয়েছিল মন্ত্রণালয়। সেই হিসাবে এবার কোরবানি হওয়া পশুর সংখ্যা কমেছে প্রায় ১২ লাখ ৭২ হাজার। ২০২৩ সালে দেশজুড়ে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছিল। এর আগের বছর এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার কোরবানির পশু অবিক্রিত ছিল ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি। কারণ হিসেবে অধিদপ্তর বলছে, এবার কোরবানির পশুর ‘উৎপাদন বেশি’ থাকায় অবিক্রিত থাকাটা ‘অস্বাভাবিক নয়’। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে।

এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। ঢাকা বিভাগে কোরবানি হয় ২১ লাখ ৮৫ হাজার ৪০টি পশু। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি, খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি এবং রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি পশু কোরবানি হয়।

উল্লেখ্য, গত ৭ জুন ঈদ উল আজহা পালিত হয় বাংলাদেশে।

শেয়ার করুন