১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:৫১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কুলাউড়া এসোসিয়েশনের নতুন কমিটি অভিষিক্ত
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
কুলাউড়া এসোসিয়েশনের নতুন কমিটি অভিষিক্ত অভিষেক অনুষ্ঠান মঞ্চে অতিথিরা


যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীর সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’। সম্প্রতি এই নগঠনের নতুন কার্যকরি পরিষদ গঠিত হয়। নির্বাচনে ‘খসরু-শোহেব’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক উপলক্ষ্যে ৫ মে সোমবার সন্ধ্যায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষণমুখর দিনেও সর্বস্তরের বিপুল সংখ্যক কুলাউড়াবাসী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও কমিউনিটি শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সব মিলিয়ে কুইন্স প্যালেস মিলনমেলায় পরিণত হয়। স্বত:স্ফূর্তভাবে কূলউড়াবাসী অংশগ্রহণ করে নতুন নেতৃত্বের প্রতি আকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে। 

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো শপথ গ্রহণ। এই পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের বিদায়ী সভাপতি সভাপতি শাহ্ আলাউদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল আহমদ লিটন ও হারুনুর রশীদ তালুকদার। এর নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরুকে শপথবাক্য পাঠ করান এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। এরপর সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় এসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্যগণ মঞ্চে উপবিষ্ট ছিলেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অভিষিক্ত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু। এই পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ ফখরুল আলম ও রানা ফেরদৌস চৌধুরী, সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান, আব্দুল হাশিম হাসনু ও আব্দুর রহিম হাওলাদার, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল হোসেন বাবলা, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কুলাউড়া এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম ও উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখিকা-সাংবাদিক রওশন হক ও সৈয়দ ইলিয়াস খসরুর কন্যা সৈয়দা নাবিদা খসরু। 

এসময় বিশেষ অতিথি হিসেবে জাকির চৌধুরী সিপিএ, এসোসিয়েশনের নির্বাচন কমিশনার তজমুল আলী, মো. মুকিত চৌধুরী, শাহেদ দেলওয়ার চৌধুরী ও আব্দুল মোক্তাদির চৌধুরী প্রমুখ মঞ্চে উপবিষ্ট ছিলেন। এই পর্ব যৌথভাবে সঞ্চালনায় ছিলেন অভিষিক্ত সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব, বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ আহমদের এবং উপস্থাপিকা শারমিন সিরাজ।

আলোচনা পর্বের শুরুতে কুলাউড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বার্তা স্লাইড শোতে প্রদর্শিত হয়। এসময় তারা সৈয়দ ইলিয়াস খসরু ও মইনুর রহমান সুয়েবের নেতৃত্বে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ আরো শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সার্বিক সফলতা কামনা করেন। 

আলোচনা পর্বে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, কুলাউড়া বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী উপজেলা। শিক্ষা সহ সকল ক্ষেত্রে এই উপজেলার গৌরবময় সুনাম রয়েছে। বক্তারা তাদের বক্তব্যে সৈয়দ ইলিয়াস খসরুর সাংগঠনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার ও মইনুর রহমান সুয়েবের নেতৃত্বে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ প্রবাসের অনুকরণীয় সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার উপর গুরুত্বারপ করেন। 

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী স্বপ্নীল সজীব ও রেশমী মির্জা।

শেয়ার করুন