৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১০:৪০ অপরাহ্ন


ডিজিটাল সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করলো মার্কিন সোশ্যাল সিকিউরিটি প্রশাসন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৫
ডিজিটাল সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করলো মার্কিন সোশ্যাল সিকিউরিটি প্রশাসন সোশ্যাল সিকিউরিটি কার্ড


সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) এবার নাগরিকদের জন্য এনেছে একটি যুগান্তকারী ডিজিটাল সুবিধা। এখন থেকে ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্টধারীরা নিরাপদ ডিজিটাল মাধ্যমে তাদের সোশ্যাল সিকিউরিটি নম্বর (এসএসএন) দেখতে পারবেন। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আর হারানো বা ভুলে যাওয়া সোশ্যাল সিকিউরিটি কার্ড নিয়ে দুশ্চিন্তায় পড়বেন না। এখন মোবাইল ডিভাইস ব্যবহার করেই সরাসরি এবং নিরাপদভাবে তারা নিজের এসএসএন দেখতে পারবেন।

সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই ডিজিটাল সুবিধার ফলে যে কোনো সময় এসএসএন যাচাই বা প্রদর্শনের প্রয়োজন হলে তা সহজেই করা যাবে, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চাকরির আবেদন বা পরিচয় যাচাইয়ের মতো কাজে। অনেক সময় এসএসএন কার্ড হারিয়ে গেলে বা নম্বর ভুলে গেলে পুনরায় কার্ডের জন্য আবেদন করতে হতো এবং ডাকযোগে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হতো। এখন এই ডিজিটাল সুবিধার ফলে সেই অপেক্ষার প্রয়োজন হবে না। ব্যবহারকারী নিজেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে নম্বরটি দেখতে পারবেন, যা সময় এবং ভোগান্তি দুটোই কমাবে।

এছাড়াও এই ডিজিটাল নম্বর শুধু সোশ্যাল সিকিউরিটিসংক্রান্ত কাজেই নয়, বরং ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চাকরির আবেদন বা অন্যান্য পরিচয় যাচাইয়ের মতো ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। ফলে এটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অনেক কাজকে সহজ করে তুলবে। এ সেবাটি চালুর মাধ্যমে সরাসরি অফিসে যাওয়ার প্রয়োজনও হ্রাস পাবে, যার ফলে সরকারি অফিসগুলোর চাপ কমবে এবং নাগরিকরাও ঘরে বসেই গুরুত্বপূর্ণ সেবা নিতে পারবেন। এতে করোনা-পরবর্তী ডিজিটাল সেবার প্রতি মানুষের যে ঝোঁক তৈরি হয়েছে, তা আরো সুদৃঢ় হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এসএসএ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যকে আরো নিরাপদ রাখতে মালটি ফ্যাক্টর অথেনটিকেশনসহ আধুনিক নিরাপত্তা প্রযুক্তি প্রয়োগ করেছে। ফলে তথ্য চুরি বা অপব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই ডিজিটাল ফিচারটি ব্যবহারকারীদের জন্য একটি যুগোপযোগী ও সুবিধাজনক সেবা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতের আরো উন্নত ও নিরাপদ ডিজিটাল পরিষেবার ভিত্তি স্থাপন করবে।

এসএসএর অ্যাক্টিং কমিশনার লি ডুডেক বলেন, আমরা আমাদের গ্রাহকদের জন্য এ নতুন ডিজিটাল সলিউশন চালু করতে পেরে গর্বিত। এটি শুধু সেবার মান উন্নত করবে না, সেই সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করবে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, ডিজিটাল এসএসএন কার্ডের মাধ্যমে হারানো বা চুরি হওয়া কার্ডের ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং সরাসরি অফিসে গিয়ে সেবা নেওয়ার প্রয়োজনও হ্রাস পাবে। নতুন এই ডিজিটাল সোশ্যাল সিকিউরিটি নম্বর প্রোগ্রামটি মূলত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার লক্ষ্যে তৈরি করা হয়েছে। ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্টে মালটি ফ্যাক্টর অথেনটিকেশনসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা থাকায় তথ্য ফাঁস বা অপব্যবহারের ঝুঁকি অনেকটাই কম থাকবে।

এই প্রোগ্রামের আরেকটি উদ্দেশ্য হলো সরকারি অফিসে ভিড় কমানো এবং ডিজিটাল সেবাকে আরো কার্যকর করা। করোনা মহামারির পর থেকে নাগরিকদের মধ্যে অনলাইন সেবার চাহিদা বেড়েছে এবং এসএসএ চায় এই পরিবর্তনকে সামনে এগিয়ে নিতে। ডিজিটাল এসএসএন কার্ডের মাধ্যমে নাগরিকরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে তাদের গুরুত্বপূর্ণ তথ্য সহজে অ্যাক্সেস করতে পারবেন। এসএসএ জানিয়েছে, এ প্রোগ্রামের পাইলট প্রকল্প ইতিমধ্যেই সফলভাবে পরিচালিত হয়েছে এবং এতে ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি যুক্ত করে এসএসএ এই ফিচারটিকে আরো সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করে তুলতে চায়।

আগামী গ্রীষ্মের শুরু থেকেই এই ফিচারটি উন্মুক্ত করা হবে সবার জন্য। যারা এখনো ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট তৈরি করেননি, তারা ssa.gov/myaccount ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই ডিজিটাল পদক্ষেপের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন নাগরিকবান্ধব ও নিরাপদ সেবা প্রদানে আরো একধাপ এগিয়ে গেল।

শেয়ার করুন