৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:৪০:৩৮ অপরাহ্ন


জোসীর দাফন, শেষ বিদায় জানালো বন্ধুরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৫
জোসীর দাফন, শেষ বিদায় জানালো বন্ধুরা জোসী চৌধুরীর নামাজে জানাজা


চিরনিদ্রায় শায়িত হলো জোসী চৌধুরী। জীবনের উত্তম সময়টি কাটিয়েছেন চিরচেনা নিউইয়র্ক শহরে। যে কারণে বন্ধুবান্ধুবও বেশি এই নিউইয়র্ক শহরে। জোসী চৌধুরী হঠাৎ করে এভাবে চলে যাবেন, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। হাসপাতালে গিয়েছিলেন অপারেশন করাতে। অপারেশন শেষে তার আর ফেরা হয়নি। হাসাপতালে যাওয়ার সময় অনেকের কাছে দোয়া চেয়েছেন, হাসপাতাল বেডে থেকেও দোয়া চেয়েছেন। কিন্তু এভাবে এতো অল্প সময়ে চলে যাবেন। মৃত্যু তো নির্ধারণ করেন আল্লাহ। জন্ম এবং মৃত্যু তার হাতেই। কখন কার ডাক এসে যাবে তা তিনিই ভালো জানেন। জোসী চৌধুরীর কাছে বন্ধুরা ছিল মূল্যবান। তিনি ছিলেন ভালো মনের মানুষ। কোনোদিন কাউকে বিনা কারণে অসম্মান করে কথা বলেছেন, কেউ বলতে পারবেন না। তিনি ছিলেন সাদালাপি এবং মিষ্টিভাষী। নানা সময়ে, নানা পোশাকে কাকে দেখা যেত। জ্যাকসন হাইটসের চাঁদরাতে তিনি আসতেন ভিন্ন পোশাক পরে। থাকতো গায়ে পাঞ্জাবি, পরনে লুঙ্গি এবং মাথায় গামছা। কথা যাকে বলে পুরোদস্তুর বাঙালি।

জোসী চৌধুরী মারা গেলেন ২৪ মার্চ। বন্ধুবান্ধবরাই তার সব ব্যবস্থা করলেন। নিউইয়র্কে তার প্রিয় জায়গা জ্যাকসন হাইটসে প্রথম নামাজে জানাজার ব্যবস্থা করা হলো। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের পাশে জোসী চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হলো। জানাজায় ইমামতি করেন দারুল হায়রা মসজিদের ইমাম। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট সাকিল মিয়া। তিনি জোসী চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং দোয়া প্রার্থনা করেন।

জানাজায় অংশগ্রহণ করেন জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, তারেক হাসান খান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, শিল্পী আলতাফ জনি, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, ব্যবসায়ী সরওয়ার খান বাবু, ব্যবসায়ী লিটু চৌধুরী, মনিরুল ইসলাম, দোলন মিয়া, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রধান উপদেষ্টা মীর নিজাম, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মনির হোসেন, ফেড রকি, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, সাংবাদিক আকবর হায়দার কিরণ, মোহাম্মদ শফি, আরিফ হোসেন, মনির হোসেন, শিল্পী শামীম সিদ্দিকী, আমানত হোসেন আমান, আহসান হাবিব, শাহ শহিদুল হক, জেবিএর সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শিল্পী তানভীর শাহান, গিয়াস মজুমদার প্রমুখ।

জোসী চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় উত্তরার ৪ নম্বর সেক্টর জামে মসজিদে। সেই জানাজাতেও নিউইয়র্কে থাকা বন্ধুরা অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ছিলেন আলমগীর খান আলম, জুবায়ের, বুলু, আবু দারা জুবায়ের, শিল্পী সাব্বির প্রমুখ। নামাজে জানাজা শেষে জোসী চৌধুরীকে বনানী গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন