১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৩০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জাসাসের ইফতার মাহফিলে হেলাল খান
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে জাসাসের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন হেলাল খান


বাংলাদেশে এখনো স্থিতিশীলতা আসেনি। বিশেষ এক সংকটের মধ্যে যাচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই সংকট দূর করতে হলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান আন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবেন। গত ২০ মার্চ যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য জাসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হেলাল খান এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দীর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আবু নাসের, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট বিএনপি নেতা মোশাররফ হোসেন, আব্দুস সবুর, সালেহ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিন, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, জাবেদ উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সজিব চৌধুরী ফয়সল, সুলতানা খানম, মুজিবর রহমান, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, এলিজা আক্তার মুক্তা, জাবেদ উদ্দিন, হেলালুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল খান বলেন, বাংলাদেশে এখনো স্থিতিশীলতা আসেনি। বিশেষ এক সংকটের মধ্যে যাচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই সংকট দূর করতে হলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবেন। নির্বাচন যত দেরিতে হবে দেশের সমস্যা তত বৃদ্ধি পাবে। কারণ পালিয়ে যাওয়া স্বৈরাচারের লোকজন এখনো ষড়যন্ত্র করছে।

আব্দুল লতিফ সম্রাট সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হলে যথা সময়ে নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান ইফতার এবং দোয়া মাহফিল সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন