৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৫৮:০৫ অপরাহ্ন


জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ফোরামের ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা


প্রবাসের জাতীয়তাবাদী শক্তির সংগঠন জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিলটি জ্যাকসন হাইটসের মামস রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুটের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সরোয়ার খান বাবু, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। এবং সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশে দ্রুত নির্বাচনের আহবান জানান।

রাফেল তালুকদার অনুষ্ঠানে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

একেএম রফিকুল ইসলাম ডালিন সবাইকে ধন্যবাদ জানান ইফতার মাহফিল সফল করার জন্য। সেই সাথে ইউনূস সরকারের প্রতি আহবান জানান, দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেয়ার জন্য।

শেয়ার করুন