১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:৩৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


অগণতান্ত্রিক রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
অগণতান্ত্রিক রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি বাম মোর্চার ব্যানার


পূর্বের সংবিধানবিরোধী অগণতান্ত্রিক বিধিমালা রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রজ্ঞাপন জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। গত ১১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ এই সব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন, মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মঞ্জুরুল আলম মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, এমনিতেই নিবন্ধন প্রক্রিয়া অগণতান্ত্রিক, তার ওপর যেসব বিধিমালা রয়েছে, তা কার্যত মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার অধিকারে কঠিন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেশের সকল গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিবিশেষ দীর্ঘদিন ধরে এই নিবন্ধন প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছে। মূলত পতিত ফ্যাসিস্ট সরকার মতপ্রকাশের অধিকারকে অনিশ্চিত করতে এই অগণতান্ত্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে আসছিল।

অন্যদিকে, বিধিবিধানের তোয়াক্কা না করে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার উদ্দেশ্যে নিবন্ধনের মাধ্যমে ভুঁইফোঁড় সংগঠনের জন্ম দেওয়া হয়েছিল। আমরা এই অগণতান্ত্রিক রাজনৈতিক দল নিবন্ধনের প্রজ্ঞাপন বাতিলের জোর দাবি জানাচ্ছি।

কর্মসূচি 

ধর্ষণ ও নারীর উপর নিপীড়ন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ২০ রমজানের মধ্যে সকল শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে ১৫ মার্চ ’২৫, শনিবার, সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন