১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বিএনপি নেতা নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
বিএনপি নেতা নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া


বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বাদ এশা অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্কে অবস্থানরত নোমানের কয়েকজন কর্মী-সমর্থক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইসলামিক সেন্টারের পেশ ইমাম মওলানা আব্দুস সাদেক দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিক চৌধুরী দিপু ও মাকসুদুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা যথাক্রমে- জসিম ভুঁইয়া, আব্দুস সবুর, শামসুল ইসলাম মজনু, মোশাররফ সবুজ, অ্যাএডভোকেট কাজী খায়রুল বাশার, তারিক চৌধুরী দিপু, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, সুলতান আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, মৃধা মোহাম্মদ জসিম, নুর আলম, রাশেদ রহমান, মির্জা আজম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো হাকিম ও মোহাম্মদ নাদের।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নেয়া হয়। পরে ২৮ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।

শেয়ার করুন