৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৪৯:২৩ অপরাহ্ন


নির্বাচিত সরকার না আসা পর্যন্ত মাঠে থাকছে সেনাবাহিনী
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত মাঠে থাকছে সেনাবাহিনী মাঠে সেনাবাহিনী


নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গত সোমবার সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, ‘আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে।’ এ সময় কাজ দীর্ঘায়িত হওয়ায় সেনাদের ধৈর্য ধরে রাখতে ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।’ কাজ করতে গিয়ে বলপ্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, যেটুকু না করলেই নয়, সেটুকু বলপ্রয়োগ করে কাজ করতে হবে।

দেশের বিরাজমান আইনশৃঙ্খলার উন্নতি ঘটছে না। রাজনীতিবিদদের অভিযোগ পুলিশ ঠিকমতো তাদের কাজগুলো করছে না। আইনশৃঙ্খলার ঢিলেঢালা ভাব হওয়ায় চুরি, ছিনতাই, ডাকাতি, মহাসড়কে ডাকাতিসহ নানা অপকর্ম বেড়ে গেছে। সেনাবাহিনী মাঠে থাকলেও তাদের একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে। পুলিশের কাজ কখনো সেনাবাহিনী করতে পারে না। বড় কোনো সমস্যা বা অভিযানে সেনাসদস্যরা সফলভাবে পরিচালনা করতে পারেন। কিন্তু পুলিশের কাজ পুলিশকেই করতে হবে। তাদের ট্রেনিংটা সেভাবেই। কিন্তু এ নিয়ে সেই ৫ আগস্টের পর থেকে যে অভিযোগ সে থেকে উত্তরণ ঘটছে না। 

এদিকে পুলিশ যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করছে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার ঢাকা থেকে ভোলায় তিনদিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেন, বিগত সরকারের অবৈধ অর্থ আছে। দেশের একটা পরিস্থিতি খারাপ হলে বেনিফিট তারাই পাবে। বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে।

শেয়ার করুন