৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৩:৪৪ পূর্বাহ্ন


ভারী তুষারপাত ও হিমশীতল আবহাওয়ায় কয়েক কোটি মানুষের জীবন বিপর্যস্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
ভারী তুষারপাত ও হিমশীতল আবহাওয়ায় কয়েক কোটি মানুষের জীবন বিপর্যস্ত তুষারঝড়ে লন্ডভন্ড জনপদ


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ পূর্ব উপকূলের লাখ লাখ বাসিন্দা রোববার কয়েক সেন্টিমিটার তুষারপাতের সম্মুখীন হন। উত্তরের সমভূমি থেকে মেইনের প্রান্ত পর্যন্ত দেশের বেশির ভাগ অংশে তাপমাত্রা বিপজ্জনক রকমের কম। কোথাও কোথাও মাইনাস।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস কর্তৃক জারি করা শীতকালীন ঝড়ের সতর্কতা সোমবার সকাল থেকে মধ্য-আটলান্টিকের কিছু অংশে ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, মেইন, নিউইয়র্ক ও কানেকটিকাটের কিছু অংশে রোববার থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়।

মেরিল্যান্ডের কলেজ পার্কের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্ক শেনার্ড অনুমান করে, নিউইংল্যান্ড এবং মধ্য-আটলান্টিকের প্রায় ৭ কোটি বাসিন্দা আসামি দিনগুলোতে শীতকালীন ঝড়ের ঝুঁকির আওতায় থাকবে। ফিলাডেলফিয়া, নিউইয়র্ক এবং বোস্টনের মতো বড় শহরগুলোতে কয়েক সেন্টিমিটার তুষারপাত হয়।

ওয়াশিংটন ডিসিতে সোমবারের ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ইউএস ক্যাপিটল রোটুন্ডায় স্থানান্তরিত করা হয়।

এই সপ্তাহের শুরুতে শীতল তাপমাত্রা দক্ষিণে পৌঁছাবে। সেখানে সোমবার থেকে প্রায় ৩ কোটি মানুষ তুষারপাত, শিলা এবং হিমশীতল বৃষ্টির মিশ্রণের শিকার হবে। টেক্সাস থেকে উত্তর ফ্লোরিডা এবং ক্যারোলিনা পর্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব সোমবার রাত থেকে টেক্সাসে শুরু হয়ে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গালফ কোস্ট ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন