৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৭:২৬ অপরাহ্ন


জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকারই করবে এ সিদ্ধান্তে বিএনপিতে স্বস্তি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৪
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকারই করবে এ সিদ্ধান্তে বিএনপিতে স্বস্তি


জাতীয় ঐকমত্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ ছাত্র জনতা না, অন্তর্বর্তী সরকারই তৈরি করবে– এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। গতকাল সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ অভিমত জানিয়ে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ফলে দেশের সংবিধান নিয়ে বিতর্ক এড়ানো গেছে।

রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী’ আখ্যা দিয়ে ‘কবর’ রচনার ঘোষণা ছিল। এ কর্মসূচির বিষয়ে প্রকাশ্য বিরোধিতা না করলেও বিষয়টি রহস্যজনক বা অণ্যকিছু রয়েছে বলে সহজভা নেয়নি বিএনপি।

শেয়ার করুন