১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ- ফরহাদ মজহার
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৪
ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ- ফরহাদ মজহার


কলামিস্ট, গবেষক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যেদিনই ভারতকে চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো; সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি।’

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খবর বাসস’র।

ফরহাদ মজহার বলেন, ভারত যদি আমাদের মিত্রদেশ হতো; তবে তারা আলাদা দেশ না থেকে একত্রে থাকতো। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যেকোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেয়া যাবে না।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে একটি ‘কৌশলপত্র’ প্রণয়নের কাজে হাত দিয়েছি। এটি শিগগিরই সরকারের হাতে তুলে দেব। ‘সরকারের নৌ-উপদেষ্টা আমাদের প্রিয়জন। আশা করছি, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন।’

ফরহাদ মজহার বলেন, ‘ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ‘ তাঁর প্রশ্ন, বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন?

চট্টগ্রাম প্রেসক্লাব ‘অন্তর্বর্তী কমিটি’র সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, নিরাপদ নৌ পথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল, প্রেস ক্লাব ‘অন্তর্বর্তী কমিটি’র সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক শহিদুল ইসলাম, ওয়াহিদ জামান, মোহাম্মদ আলী প্রমুখ। 

শেয়ার করুন