৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:০৩:৫৪ অপরাহ্ন


১০ ফেব্রুয়ারি থেকে পুরোনো সংস্করণ বাতিল
ইউএসসিআইএসের নতুন ফরম আই-৪৮৫ প্রকাশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
ইউএসসিআইএসের নতুন ফরম আই-৪৮৫ প্রকাশ নতুন ফরম আই-৪৮৫


যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ১০ ডিসেম্বর, ২০২৪ মঙ্গলবার নতুন সংস্করণের ফরম আই-৪৮৫, ‘অ্যাপ্লিকেশন টু রেজিস্ট্রার পারমানেন্ট রেসিডেন্স অর অ্যাডজাস্ট স্ট্যাটাস’ প্রকাশ করেছে। এই নতুন সংস্করণটি অভিবাসন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনগুলো অভিবাসন প্রক্রিয়া আরো সহজ, দ্রুত এবং কার্যকর করার লক্ষ্যে আনা হয়েছে। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শুধু ১০/২৪/২৪ সংস্করণের ফরম আই-৪৮৫ গ্রহণ করা হবে এবং তার আগের সংস্করণের ফরমগুলো বাতিল করা হবে।

নতুন সংস্করণে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হলো: ১. ফরম আই-৬৯৩ জমা দেওয়ার নিয়ম: যেসব আবেদনকারী ফরম আই-৬৯৩, রিপোর্ট অব ইমিগ্রেশন মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ভ্যাকসিনেশন রেকর্ড অথবা এর আংশিক ফরম (যেমন-ভ্যাকসিনেশন রেকর্ড) জমা দেবেন, তাদের এই ফরমটি ফরম আই-৪৮৫-এর সঙ্গে জমা দিতে হবে। যদি আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে ফরম আই-৬৯৩ জমা না দেন, তবে ফরম আই-৪৮৫ বাতিল হতে পারে। ২. ফরম আই-৮৬৪-এর পরিবর্তন: যেসব আবেদনকারী ফরম আই-৮৬৪, অ্যাফিডেভিট অব সাপোর্টের জন্য মুক্তি পেয়ে থাকেন, তারা এখন ফরম আই-৪৮৫-এ সরাসরি এই মুক্তির আবেদন করতে পারবেন। ফরম আই-৮৬৪ডব্লিউ, যা আগে ব্যবহার করা হতো, সেটি বাতিল করা হয়েছে এবং এটি ইউএসসিআইএসের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩. পাবলিক চার্জসংক্রান্ত স্পষ্টীকরণ : ফরমের প্রশ্নগুলো এখন আরো স্পষ্টভাবে পাবলিক চার্জের গ্রাউন্ড অব ইনঅ্যাডমিসিবিলিটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। আবেদনকারীদের অভিবাসনশ্রেণি চিহ্নিত করতে বলা হবে, যা ইউএসসিআইএসকে সহজভাবে নির্ধারণ করতে সাহায্য করবে যে তারা এই বিধির আওতায় আসেন কি না এবং আবেদনের মূল্যায়ন সঠিকভাবে করতে পারবেন। ৪. প্রক্রিয়াকরণ সহজীকরণ : ফরমের তথ্য সংগ্রহ এবং নির্দেশাবলির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সহজীকরণ করা হয়েছে, যার ফলে আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরো পরিষ্কার এবং কম জটিল হবে।

ফরম আই-৪৮৫ সংস্করণের এই সংশোধন ইউএসসিআইএসের একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য হলো অভিবাসন সুবিধা এবং সেবার জন্য আবেদনকারীদের ওপর বোঝা কমানো। বিশেষভাবে, ফরম আই-৮৬৪ডব্লিউকে ফরম আই-৪৮৫-এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি পৃথক ফরম জমা দেওয়ার প্রয়োজনীয়তা দূর করেছে। এই নতুন সংস্করণটি আবেদনকারীদের জন্য ইউএসসিআইএসের প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করবে। ফরম আই-৪৮৫-এর মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য এই পরিবর্তনগুলো সহায়ক হবে, যা সেবাগ্রহণকারীদের সময় এবং শ্রম বাঁচাবে। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে পুরোনো সংস্করণ বাতিল হওয়ায় আবেদনকারীদের নতুন সংস্করণ ব্যবহার করা জরুরি হবে, যাতে তারা কোনো ধরনের জটিলতা থেকে মুক্ত থাকতে পারেন।

শেয়ার করুন