১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:১৯:৩৮ পূর্বাহ্ন


দ্রুত নির্বাচনে পশ্চিমাদের পরামর্শ, ভারতেরও সায়
সৈয়দ মাহবুব মোর্শেদ
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
দ্রুত নির্বাচনে পশ্চিমাদের পরামর্শ, ভারতেরও সায় প্রধান উপদেষ্টার সাথে কূটনীতিকরা


অন্তর্বর্তী সরকারকে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের পরামর্শ দিয়েছে পশ্চিমারা। একিই সাথে এই দাবির প্রতি সায় দিয়েছে ভারত। পশ্চিমাসহ সব পক্ষই এখন মনে করে বাংলাদেশে ভবিষ্যত শান্তি সমৃদ্ধির জন্য দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। 

ব্রিটিশরা সবার আগে

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এতে উভয় পক্ষের মতামত জানতে চেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে। বৈঠকের পরপরই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে বলে এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। এক্স বার্তায় আরও বলা হয়েছে, তাঁরা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশকে একটি অর্ন্তভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন। তবে সে বৈঠকে বিএনপি দ্রুত নির্বাচন দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে তাদের আগ্রহের বার্তা দেয় সারাহ কুক’কে। অন্যদিকে একটি যৌক্তিক সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন জামায়াতের নেতারা। 

ইউ’র চায় দ্রুত নির্বাচন

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন গত ৮ ডিসেম্বর সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এসময় পশ্চিমারা বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরে দেশে দ্রুত একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে খোঁজ খবর নেন। তারা এব্যাপারে অন্তর্বর্তী সরকারের পরিস্কার ধারণা জানতে চান। 

সায় দিলেন ড. মুহাম্মদ ইউনূস

এসময়ে ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বলে গণমাধ্যমে এসেছে। এর পাশাপাশি সংস্কার কর্মসূচি ও নির্বাচনী প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে, তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। এর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরোনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে।

ভারত জানতে চাইলো নির্বাচনের সর্বশেষ অবস্থা

এতিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। গত সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎও দ্রুত বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দেশটির আগ্রহের কথা জানান। ভারতের পক্ষ থেকে বলা হয় তারা বাংলাদশে একটি সুষ্ঠু আংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার ফিরে যাওয়া দেখার আগ্রহের কথা জানান।

শেয়ার করুন