৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১২:৩৭ অপরাহ্ন


প্রবাসী বদিউল আলমের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
প্রবাসী বদিউল আলমের ইন্তেকাল বদিউল আলম


যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ বদিউল আলম ৩ নভেম্বর বেলা ৩টায় কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. .. রাজিউন)। নোয়াখালী জেলা শহরের ঐতিহ্যবাহী খাদেম স্টোরের স্বত্বাধিকারী এবং জেলা বণিক সমিতির ২৮ বারের নির্বাচিত সভাপতি বদিউল আলম ৭২ বছর বয়সে ইন্তেকালে স্ত্রী, ৬ কন্যা, ১ পুত্র, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত বন্ধুবৎসল, পরোপকারী, সদালাপী ও লব্ধপ্রতিষ্ঠ ঠিকাদার বদিউল আলম জেলা পর্যায়ের সবার অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হওয়ার পর প্রায় দুই মাস আগ থেকে তিনি ম্যানহাটান মাউন্ট সিনাই হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। প্রায় সপ্তাহখানেক আগে অকস্মাৎ অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে তাকে কুইন্স হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি হেরে যান। ৪ নভেম্বর সোমবার বাদ আসর জ্যামাইকা মুসলিম সেন্টারে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং রাতে আমিরাত বিমানযোগে মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।

দীর্ঘ কর্মজীবনে আলহাজ বদিউল আলম জ্ঞাত বা অজ্ঞাতসারে কারো মনে কোনো ধরনের আঘাত দিয়ে থাকলে, তাকে মাফ করে দেওয়ার এবং মরহুমের আত্মার চির প্রশান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে কন্যা যুক্তরাষ্ট্রের নাগরিক নুসরাত আলম ও জামাতা অ্যাডভোকেট আব্দুর রহমান মামুন সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন ও সবার দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন