আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমুকে সকালে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানান তিনি।
তিনি ঝালকাঠি-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।