৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:১৫:২৬ অপরাহ্ন


জাতীয় পার্টি বৈষম্যের শিকার- জিএম কাদের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২৪
জাতীয় পার্টি বৈষম্যের শিকার- জিএম কাদের


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি সর্বোতভাবে সমর্থন দিয়ে আন্দোলনে সক্রিয় ছিল।কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েও আজ জাতীয় পার্টি বৈষম্যের শিকার- বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তৃতায় জিএম কাদের একথা বলেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার কারণে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে পার্টির পদ-পদবি উল্লেখ করে। আমাদের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেফতার হয়ে হাজতবাস করেছে। ১ জুলাই ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করলে, আমি ৩ জুলাই সংসদে তখনকার প্রধানমন্ত্রীর সামনে ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে বক্তৃতা করেছি। বক্তৃতায় আমি বলেছি, ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক। চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি। বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

শেয়ার করুন