৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫২:১৩ অপরাহ্ন


রুহুল-জাহিদ প্যানেলের পরিচিতি সভা
প্রথম সভাতেই কমিউনিটি সেন্টারের প্রতিশ্রুতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
প্রথম সভাতেই কমিউনিটি সেন্টারের প্রতিশ্রুতি বক্তব্য রাখছেন জাহিদ মিন্টু


প্রবাসের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনী তফসিল এবং চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করেছে। এবারের নির্বাচনে দুটো প্যানেল সরাসরি নির্বাচন করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে রয়েছে রুহুল-জাহিদ প্যানেল এবং সেলিম-আলী প্যানেল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রুহুল-জাহিদ প্যানেলের প্রথম প্যানেল পরিচিতি সভা গত ৮ সেপ্টেম্বর রোববার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রথম পরিচিতি সভাতেই সাধারণ সম্পাদক প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী এবং মানবতার ফেরিওয়ালা জাহিদ মিন্টু ঘোষণা দিয়েছেন তিনি এবং তার প্যানেলে নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য কমিউনিটি সেন্টার করবেন। তিনি বলেন, আমি প্রবাসের অন্যতম আদর্শিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির জন্য দুটি বাড়ি ক্রয় করেছি এবং সেই বাড়ি পেইডআপ করেছি। এখন কাজ করছি প্রবাসী বাংলাদেশিদের জন্য কবরস্থান ক্রয়ের। এ কবরস্থানে প্রায় ১ লাখ মুসলমানকে কবর দেওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, আমি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য ভালো কিছু করে যেতে চাই। সে কারণে অনেকের অনুরোধে আমি নির্বাচন করছি। তিনি অনুষ্ঠানে তার প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন।

একই রকমের প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী। তিনি বলেন, আমি বহুদিন ধরে বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সঙ্গে আছি এবং কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া তার বিগত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, সোসাইটির ভবনের বিরুদ্ধে অনেকগুলো ভায়োলেশন ছিল আমরা সেগুলো প্রায় শেষ করেছি। ভবনের কোনো ইন্স্যুরেন্স ছিল না। ভায়োলেশনের কারণে কোনো কোম্পানি ইন্স্যুরেন্স দিতে চাইতো না। আমরা সেই সমস্যার সমাধান করেছি। আমার দায়িত্ব প্রায় শেষ আমি চেয়েছি একটি যোগ্য প্যানেলের হাতে সোসাইটির নেতৃত্ব তুলে দিতে দিতে। আর যোগ্য প্যানেল হচ্ছে রুহুল-জাহিদ প্যানেল।

জে মোল্লা সানি বলেন, আমাদের প্যানেলটি হচ্ছে নবীন এবং প্রবীণের সমন্বয়ে এবং সব ধর্মের মানুষে। তিনি অন্য প্যানেলের সমালোচনা করে বলেন, এ প্রবাসে আমাদের অনেক মা-বোন রয়েছেন কিন্তু ওই প্যানেলে কোনো মহিলা প্রার্থী নেই। আবার অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন। তাদের প্যানেলে অন্য কোনো ধর্মের প্রার্থী নেই। আমাদের প্যানেলে মহিলা এবং অন্য ধর্মেরও প্রার্থী রয়েছেন। আমরা সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করেছি।

সভাপতির বক্তব্যে আফসারি আহমেদ বলেন, এই প্যানেল হচ্ছে সেরা প্যানেল এবং বাংলাদেশ সোসাইটির জন্য যোগ্য প্যানেল। তিনি সবাইকে এই প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের স্ত্রী আফসারি আহমদ। মঞ্চে আসন গ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, সাবেক কর্মকর্তা নজির আহমদ ভান্ডারী, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তা গউস উদ্দীন খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবুল খায়ের, জসিম উদ্দীন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, শাহ আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন, মনির হোসেন, মাওলানা আবু জাফর বেগ ও মাওলানা জাকারিয়া মাহমুদ, এম বাসেত রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসির আলী খান পল, বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান মন্টু, চার্চম্যাক ডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, গোলাম এন হায়দার মুকুট, কাজী আবু রাসের, ইসতিয়াক রুমি, রফিকুল ইসলাম ভুইয়া, এম জাহাঙ্গীর, টি মোল্লা, চট্টগ্রাম সমিতির সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, বদরুল হক আজাদ, মোহাম্মদ সেলিম, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব প্রমুখ।

প্যানেলের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মাওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জে মোল্লা সানী।

বাদ মাগরিব শুরু হওয়া এই অনুষ্ঠানে তিল ধরার কোনো জায়গা ছিল না। ভেতরে জায়গা না পেয়ে অনেনেই বাইরে যান এবং গল্ড করে সময় কাটান। এজন্য বারবার আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সব প্রার্থী তাদের সংক্ষিপ্ত পরিচিতি সবার সামনে উপস্থান করেন।

রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস সাদী (সাদী মিন্টু), সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম।

শেয়ার করুন