৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৪৭:৩৬ অপরাহ্ন


নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির খালেদা জিয়ার জন্মদিন পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির খালেদা জিয়ার জন্মদিন পালন বক্তব্য রাখছেন আহবাব চৌধুরী খোকন


নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে যথাযথ মর্যাদায় বিএনপি চেয়ারপারসন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

গত ১৫ আগস্ট বুধবার নিউইয়র্কস্থ ব্রঙ্কসের নিরব পার্টি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর সভাপতি আহবাব চৌধুরী খোকন, বিশেষ বক্তা ছিলেন সিনিয়র বিএনপি নেতা ড. নূরুল আমিন পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান হারুন, বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, জাফর তালুকদার, শাহিন চৌধুরী, এ জি এম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সোয়েব আহমেদ, লিয়াকোত আলী, মোহাম্মদ আলী রাজা, দিলরুবা আক্তার মায়া, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মমতাজ উদ্দিন, আব্দুল আহাদ হেলাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুলতান মাহমুদ সিদ্দিক। আরো বক্তব্য রাখেন রাখেন ফারুক কবির, দুলাল রহমান, আক্তারুল ইসলাম নান্নু, খন্দোকার আব্দুল বাকি, বেগ হোসাইন ইসলাম মিঠু, মো. মোক্তাদীর, তারেকুল ইসলাম, সহিদুল ইসলাম, শামীম হোসেন, মো. আসিফ, মো. জামাল হোসেন, মোহাম্মদ ইব্রাহীম হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাহের মিয়া, মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, আশফাক চৌধুরী জামি, রুহেল আহমেদ, মোহাম্মদ মহাসিন লাল মিয়া, তানিম চৌধুরী, মো. মিলন আলী ও আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আবিদুর রহমান চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুস সবুর বলেন, এবারের আন্দোলন অভূতপূর্ব আন্দোলন। এই আন্দোলনে আমাদের শিশু-কিশোররা তাদের সবকিছু উজার করে দিয়েছে। তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের জন্য স্বৈরাচারমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। এ অর্জন আমরা কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। 

আহবাব চৌধুরী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিল সাধারণ মানুষের বিরুদ্ধে। এরকম পরিস্থিতিতে যাদের অবদান ও রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, তাদের ঋণ জাতি কখনো ভুলবে না। অন্য বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন