১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:১৯:২২ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া মাহফিল দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা


ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর গুলি এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাফফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল গত ১২ আগস্ট বাদ মাগরিব জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোহাম্মদ সাদেক।

এই বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান মিল্টন ভুইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, রুহুল আমিন, আব্দুস সবুর, এবাদ চৌধুরী, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, ফারুক চৌধুরী প্রমুখ।

এ ছাড়াও একই সপ্তাহে নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি পৃথক পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে নেতৃত্বে ছিলেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। এসব দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন