১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৫২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে বক্তারা
বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। কিন্তু বর্তমান স্বৈরাচারি শেখ হাসিনা সরকার শুধুমাত্র ক্ষমতার জন্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশকে রক্ষা করতে হলে আন্দোলনের মাধ্যমে ভোট চোর, ভোট ডাকাত এবং ডামি সরকারকে হটাতে হবে। গত ৪ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছসেবক দল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আরেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজনীন। প্রধান আলোচক ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, নিউইয়র্ক মহানগর উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, সালেহ চৌধুরী, জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক উত্তর বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, এ জি এম জাহাঙ্গীর হাসাইন, নিউইয়র্ক দক্ষিণ বিএনপি নেতা খলকুর রহমান, রিপন মিয়া, ডিউক খান, জামাল চৌধুরী, উত্তর বিএনপির সোয়েব আহমেদ, যুব দল নেতা মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান, উত্তম বণিক, মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন রাজু, সাবেক ছ্ত্রাদল নেতা মাসুম আহমেদ, মীর ইসলাম, বায়হান খান, স্বেচ্ছাসেবক দল নেতা জহির খান, বাদল মির্জা, টিপু ইসলাম, কবীর আহমেদ, নাঈম আহমেদ, রাসেল আহমেদ, ওসমান গনি, খায়রুল ইসলাম, কয়েস আহমেদ, এহতেশামুল হক, মাহবুব হোসেন, রাহাত মিয়া, আব্দুল জাবেদ টিপু, আলী হোসেন, হবিব রহমান, নাজিম উদ্দিন, নূরুল হক, বেলায়েত হোসেন, কবীর হোসেন, ফখরুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, হান্নান মিয়া, রাজন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। কিন্তু বর্তমান স্বৈরাচারি শেখ হাসিনা সরকার শুধুমাত্র ক্ষমতার জন্য বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশকে রক্ষা করতে হলে আন্দোলনের মাধ্যমে ভোট চোর, ভোট ডাকাত এবং ডামি সরকারকে হটাতে হবে। তারা বলেন, আন্দোলনের কোন বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সভাপতি সাইফুর খান হারুণ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের দেশ এবং দলকে বাঁচাতে হবে। দেশ বাঁচলে, দল বাঁচবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।

শেয়ার করুন