৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:০৭:০১ অপরাহ্ন


গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে মামলা ছাত্র গ্রুপগুলো টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে মামলা করেছে


বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে ছাত্র গ্রুপগুলো টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং ইউনিভার্সিটি অব টেক্সাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলের সমালোচনা সীমিত করার আদেশের বিরুদ্ধে মামলা করছে। গাজায় ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করার অজুহাতে ক্যাম্পাসে বিক্ষোভকারীদের দমনে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবটের নির্বাহী আদেশ জিএ-৪৪ কে চ্যালেঞ্জ করে গত ১৫ মে কেউ এস ডিস্ট্রিক্ট কোর্ট অব নর্থেরন ডিস্ট্রিক্ট অব টেক্সাসে হিউস্টন ইউনিভার্সিটি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন এই মামলা করে। নির্বাহী আদেশটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিকে ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ এবং ইসরায়েল রাষ্ট্রের সমালোচনা বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতার সেøাগান ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইউনিভার্সিটির স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের ও আমেরিকার সোশ্যাল ডেমোক্র্যাটদের পক্ষে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের নির্বাহী আদেশ জিএ-৪৪ কে চ্যালেঞ্জ করে মামলাটি দায়ের করেছে যুক্তরাস্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)। নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনীর লঙ্ঘন। মামলাটি একটি প্রাক-প্রবর্তনমূলক চ্যালেঞ্জ, যা একটি ফেডারেল আদালতকে গ্রেগ অ্যাবট এবং সংশ্লিষ্ট বোর্ড অব রিজেন্টস উভয়কেই এর অসাংবিধানিকতার কারণে আদেশ কার্যকর করা থেকে আদেশ দিতে আবেদন করা হয়। নির্বাহী আদেশটি গ্রেগ অ্যাবট এবং টেক্সাস রাজ্যের ইসরায়েলের সমালোচক এবং ফিলিস্তিনের সমর্থকদের অসাংবিধানিকভাবে নীরব করার চলমান মিশনের আরেকটি উদাহরণ।

কেয়ার ন্যাশনাল ডেপুটি লিটিগেশন ডিরেক্টর গাদির আব্বাস বলেন, নির্বাহী আদেশটি স্পষ্টভাবে প্রথম সংশোধনী লঙ্ঘন করে। পুলিশ বাহিনী দ্বারা হোক বা বহিষ্কারের মাধ্যমে হোক টেক্সাস স্টেট সত্যের পক্ষে থাকা ছাত্রছাত্রীদের শাস্তি দিতে পারে না। কেয়ার জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, কেয়ার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে যারা গাজায় আমাদের ভাই ও বোনদের পক্ষে কথা বলে তাদের চুপ কর নো যাবে না।

আমেরিকার ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের এর জাতীয় কো-চেয়ার আশিক সিদ্দিক বলেন, ডিএসএ গভর্নর অ্যাবোটের নির্বাহী আদেশের বিরুদ্ধে এই মামলায় যোগ দিতে পেরে আমি গর্বিত। নির্বাহী আদেশটি কলেজ ক্যাম্পাসে বাকস্বাধীনতা সীমিত করবে এবং গাজায় গণহত্যা বন্ধ করার আহ্বান করা প্রতিবাদকারীদের নীরব করার লক্ষ্য রেখে দেওয়া হয়েছে। এই নীতিটি ম্যাককার্থিজম এবং রেড স্কয়ারের কৌশলগুলোর একটি থ্রোব্যাক-সমাজবাদীরা রাষ্ট্রীয় ক্রিয়াকলাপের লক্ষ্যবস্তু হওয়ার সঙ্গে পরিচিত যা পরে অসাংবিধানিক বলে প্রমাণিত হয়। প্রায় ৬০ বছর আগের স্ট্যানফোর্ড বনাম টেক্সাস মামলার কথা চিন্তা করে টেক্সাসে আমাদের সদস্যরা ফিলিস্তিনি সম্প্রদায়ের চিন্তাভাবনা ও বাকস্বাধীনতার পক্ষে দাঁড়াতে সাহসী ভূমিকা পালন করছেন। আমরা সবাই ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য দাঁড়িয়েছি, এখনো হাল ছাড়িনি এবং ভবিষ্যতে ছাড়বো না।

ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসের এসজেপির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা কাসিম বলেন, এই নির্বাহী আদেশ আমাদের থামাতে পারেব না। এটা স্পষ্ট যে ছাত্রছাত্রীরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। আমাদের জনগণ ও মাতৃভূমি স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা থামবো না। কেয়ার হিউস্টনের ডিরেক্টর উইলিয়াম হোয়াইট বলেন, আমাদের সাংবিধানিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে এমন কোনো রাজনীতিবিদকে চ্যালেঞ্জ করার জন্য কেয়ার সর্বদায় নিবেদিত। আমাদের সম্প্রদায়ের অন্যায় নীতির বিরোধিতা করার দীর্ঘ ইতিহাস রয়েছে, যা বিশেষভাবে প্যালেস্টাইনপন্থী কণ্ঠস্বরকে লক্ষ্য করে এবং আমরা এই আইনি চ্যালেঞ্জের সঙ্গে সেই বিজয়ী ইতিহাসকে বজায় রাখতে সম্পূর্ণভাবে মনস্থির করি।

শেয়ার করুন