১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির সভায় ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সভায় বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। কার্যকরি কমিটির সভায় গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন-নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। কমিশনের অন্য সদস্যরা হলেন-আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, আহবাব চৌধুরী খোকন, আব্দুল মান্নান, হেলাল উদ্দিন ও মাহবুবুর রহমান বাদল। সভায় কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ ভাট্টাচার্য, কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী, আবুল বাশার ভূইয়া, সাদী মিন্টু, শাহ মিজানুর রহমান।

উল্লেখ্য বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। সোসাইটির আগামী নির্বাচনে অংশ নিতে বা ভোটাধিকার প্রয়োগ করতে হলে আগামী ৩০ জুনের মধ্যে সদস্য নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।

শেয়ার করুন