১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৪
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন  খালেদা জিয়া


বাসায় ফিরে এসেছেন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন। এর আগে গতকাল বুধবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


এর আগে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নর্মাল চেকআপের জন্যই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসকেরা ম্যাডামকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।’


সে সময় তিনি আরো জানান নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়া। ‘আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা অবস্থায় আরও কিছু নিয়মিত পরীক্ষা হবে। এরপর বেগম জিয়ার চিকিৎসকেরা আলোচনা করে তার সুস্থতার বিষয়টি আরও তরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’    


২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি কারাগারে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর শরীরের নানা জটিলতার কারনে বেশ কয়েকবার হাসপাতালে যাওয়া আসার মধ্যেই রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করে গেলেও সরকারের পক্ষ থেকে নাকচ করা হচ্ছে প্রতিবারই। ফলে এভারকেয়ারেই তার নিয়মিত যতটা সম্ভব চিকিৎসা করিয়ে চলছেন তার পরিবার।  

শেয়ার করুন