১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আটাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
আটাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ


নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইনকের (আটাব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে আনেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. শামসুদ্দিন বসির ও সদস্যসচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা এমকে রহমান মাহামুদ। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর অভিষেকের মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেবিবিএর প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ার, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো. এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুধী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মোরশেদ বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো। সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন) তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশি উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার শুভ সূচনা। মোহাম্মদ সেলিম (হারুন) জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেন কিনলে কোন প্রকার হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা নেই। তাই সবাইকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। গ্রাহকদের কোনো ধরনের অভিযোগ থাকলে আটাবের কাছে জানানোর অনুরোধ জানাচ্ছি, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল খালেক, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী, এ এস এম মাঈন উদ্দিন পিন্টু, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, জাকির হোসাইন বাচ্চু প্রমুখ।

শেয়ার করুন