১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:২৫:৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সাংবাদিক শিরীন হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
সাংবাদিক শিরীন হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের নিহত সাংবাদিক শিরীন আবু আকলেহ


ফিলিস্তিনের পশ্চিম তীরে আল জাজিরার একজন প্রবীণ সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যার নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজ। গত ১১ মে নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনি আমেরিকান এই সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন-জিন-পিয়েরে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আলি সামুদি নামের আরেক ফিলিস্তিনি সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকার এই সংবাদকর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তার (শিরীন) মৃত্যুর ঘটনায় আমরা তদন্তের আহ্বান জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসও এই হত্যার ঘটনায় নিন্দা ও তদন্তের আহ্বান জানিয়েছেন। টুইটারে এক বিবৃতিতে তিনি বলেছেন, দায়ীদের জবাবদিহি করতে হবে।

এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বøকটির ক‚টনৈতিক সার্ভিসের মুখপাত্র পিটার স্টানো এক বিবৃতিতে এই আহ্বান জানান।

শেয়ার করুন