১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:২৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত আলহাজ জুবায়ের আলীকে ফুলেল অভিনন্দন


নিউইয়র্কের জালালাবাদ ভবনে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকে কার্যনির্বাহী কমিটি, বোর্ড অব ট্রাস্টি ও উপদেষ্টা পরিষদের এক যৌথ সভা গত ২৮ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ জুবায়ের আলী, নাছির উদ্দিন, উপদেষ্টা শাহ রকিব আলী, মুদাব্বির হোসেন, গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী কমিটির মাসুক মিয়া, মঈনুল ইসলাম, আজম চৌধুরী সায়ের, জুবের খান জুয়েল, কামরুল হোসেন, মইনুর রহমান, লুতফুর রহমান, সৈয়দ আহমেদ তুহেল, খলিলুর রহমান, বকুল পাল, হাসনাত তালুকদার, রুবিয়া বখত, শাহিনুল ইসলাম প্রমুখ।

সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় তন্মধ্যে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চারটি শূন্য পদে চার জনকে মনোনীত করা হয় এবং তাদের সভাপতি ফজলুর রহমান শপথবাক্য পাঠ করান। যারা শপথ নিলেন তারা হলেন-মঈনুল ইসলাম, কামরুল হাসান, মো. শাহিনুল ইসলাম, হাসনাত তালুকদার। এছাড়া অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনের জন্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন-প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, কমিশনার নজরুল হক, আব্দুর রশীদ চৌধুরী, মো. মুরশেদ কবির, শাহ রকিব আলী, নববিন্দু সেন গুপ্ত, মোজাহেদ হুসেন দুলাল। সভায় অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধনীর পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হলেন-সৈয়দ জুবায়ের আলী, শাহ রকিব আলী, মুদাব্বির হোসেন, গিয়াস উদ্দিন, মঈনুল ইসলাম। তাছাড়া মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েসনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আগামী ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জালালাবাদ ভবনে এক সংবর্ধনা সভার আয়োজন। ৩ মার্চ রোববার জালালাবাদ ভবনে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও রমজানের ২য় সাপ্তাহে রোববার জালালাবাদ ভবনে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ জুবায়ের আলীকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সদ্য পরলোকগত মরহুম আনছার হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন