১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৫:১০ পূর্বাহ্ন


ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউয়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রিজ, জজসহ অন্যরা


নিউইয়র্কের কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউয়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার পরিদর্শন করেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। তার সঙ্গে ছিলেন কুইন্সের অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রিজ, জজ এবং চিজ অব স্টাফসহ আরো অনেকেই।

এই সময় তারা ৭৮ স্ট্রিট থেকে ৬৭ স্ট্রিট পর্যন্ত বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভিজিট করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রেস্টুরেন্ট, গ্রোসারি, বারবার শপ, ক্লথিং স্টোর। পরিদর্শনকালে তারা ব্যবসায়ীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ব্যবসায়ীরা নানা সমস্যা তুলে ধরেন যেমন-গার্বেজ সমস্যা, ফুটপাত সমস্যাসহ অনেক ধরনের ক্রাইম ইত্যাদি।

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে তাদের সুবিধা-অসুবিধা জানতে চান এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ‘ব্যবসায়িক সমিতি যারা আছেন, তারা প্রো-অ্যাকটিভ থাকবে। আপনাদের সমস্যাগুলো জনপ্রতিনিধির কাছে, তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে করে তারা সমাধান করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা তার সুফল পাবেন।’

উল্লেখ্য, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোপরি একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন কুইন্স দেখার উদ্দেশেই এমন পরিদর্শনের আয়োজন।

শেয়ার করুন