১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:১৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বৃষ্টি আইনে হারালো নিউজিল্যান্ডকে ২১ রানে
সেমির স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৩
সেমির স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান ব্যাট হাতে অনেকটা একাই শাসন করেছেন কিইউ বোলারদের/ছবি সংগৃহীত


১৯৯২ সনের বিশ্বকাপে সেমিতে ওঠার লড়াই যখন খাদের কিনারায় পাকিস্তান। তখন বৃষ্টি বিঘ্নিত এক ম্যাচে পয়েন্ট লাভ করে সেমিতে ওঠে ইমরান খানের পাকিস্তান। চ্যাম্পিয়নও হয় সেবার। ভারতে অনুষ্টিত এবারের আসরেও পাকিস্তান খাদের কিনারায়। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। হারলেই বিদায় অনেকটা এমন। এ ম্যাচেও বৃষ্টি আর্শিবাদে ডিএল এ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠার লড়াইয়ে সেই পাকিস্তান। এবার ইমরান খান নয়, নেতৃত্বে বাবর আজম।


প্রথম ব্যাটিং করে নিউজিল্যান্ড এ ম্যাচে সংগ্রহ করেছিল ৪০১ রান। জবাবে বৃষ্টিতে খেলা দীর্ঘক্ষন বন্ধ থাকার পর যে টার্গেট দাড়ায়, তাতে পাকিস্তান ২১ রানে জিতে যায় ম্যাচ। পাকিস্তানের টার্গেট দাড়িয়েছিল ১৮০। সেটা টপকে যায় তারা আগেই। এ জয়ে সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানও শামিল হলো। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে পাকিস্তানকে। আর নিউজিল্যান্ডের সামনে শ্রীলঙ্কা, আর অস্ট্রেলিয়া লড়বে আফগানদের বিপক্ষে। ফলে সেমিতে ওঠার লড়াই এখন জমজমাট।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৪০১/৬, ৪৬.৩ ওভার (রবীন্দ্র ১০৮,কেন উইলিয়ামসন ৯৫, ওয়াসিম ৩/৬০)।

পাকিস্তান : ২০০/১, ২৫.৩ ওভার (ফখর জামান ১৩৬*, বাবর আজম ৬৬*, টিম সাাউদি ১/২৭)।

ফল : বৃষ্টি আইনে (ডি/এল) পাকিস্তান ২১ রানে জয়ী।

শেয়ার করুন