১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ইংল্যান্ড পরাস্ত ৯ উইকেটের বড় ব্যবধানে
কিইউ প্রতিশোধে শুরু বিশ্বকাপ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৩
কিইউ প্রতিশোধে শুরু বিশ্বকাপ


একটু ব্যাতিক্রম ছিল সুচনায়। অনেক বিশ্বকাপেই সুচনা ম্যাচে স্বাগতিকদের খেলার কথা থাকলেও বিশ্বকাপের এ আসরের সুচনা ম্যাচে ভারত খেলেনি। তবে যে উত্তেজনাতে শেষ হয়েছিল আগের বিশ্বকাপের ফাইনাল। সেখান থেকেই যেন শুরু হলো আইসিসি’র ২০২৩ সনের এ মেগাআসর। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। এতে মধুর এক প্রতিশোধ নিল কিইউ। হারিয়েছে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যাবধানে। ভারতের কন্ডিশনটা এ দুই দলের জন্য একটু অস্বস্থিকর বরার হলেও সুচনা ম্যাচে যেভাবে খেলেছে, তাতে মনে হচ্ছে এ আসরে রান বন্য বইবে।


তবে ইংল্যান্ডও বাজে খেলেছে তা নয়। টসে হেরে প্রথম ব্যাটিং করে ২৮২/৯ রান সংগ্রহ করেছিল ইংলিশরা রুটের ৭৭ ও বাটলারের ৪৩ রানের সুবাদে। হেনরি নিয়েছিলেন ৩ উইকেট। এরপর নিউজিল্যান্ডের দুই ্টপ অর্ডার কনওয়ে ও রাচিনের জোড়া অপরাজিত সেঞ্চুরীতে ৩৬.২ ওভারেই পৌছে যায় জয়ের লক্ষ্যে। কনওয়ে ১৫২ রানে অপরাজিত ও রাচিনের রান অপরাজিত ১২৩। দ্বিতীয় উইকেটে ২১১ বলে অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রাচিন। বিশ^কাপে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে এটিই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১৯টি চার ও ৩টি ছক্কায় ১২১ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯৬ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কায় অনবদ্য ১২৩ রান করেন রাচিন।   

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৮২/৯, ৫০ ওভার (রুট ৭৭, বাটলার ৪৩, হেনরি ৩/৪৮)।
নিউজিল্যান্ড : ২৮৩/১, ৩৬.২ ওভার (কনওয়ে ১৫২*, রবীন্দ্র ১২৩*, কারান ১/৪৭)
ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)

শেয়ার করুন