১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:২৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


দুর্নীতি, অর্থপাচার রুখতে না পারলে দেশ অনিশ্চয়তায় পড়বে- ড. কামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৩
দুর্নীতি, অর্থপাচার  রুখতে না পারলে দেশ অনিশ্চয়তায় পড়বে-   ড. কামাল হোসেন


জাতীয় শোক দিবসে গণফোরাম সভাপতি ড. কামাল হোসনের শোক বার্তায়  বলেছেন,দুর্নীতি, অর্থপাচার মহামারীর আকার ধারণ করেছে তা রুখতে না পারলে বাংলাদেশের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক বার্তা দিয়েছেন।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আরোোও বলেন, জাতীয় শোক দিবসে গণতন্ত্র, আইনের শাসন এবং শোষিত মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শ ধারন করতে হবে।


এদিকে শোক বার্তায় নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাংলাদেশের স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তির  জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। তাঁর আপোষহীন নেতৃত্বের জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করা হয়।


বিবৃতিতে বলা হয়, এ কথা সত্য যে, স্বীধীনতার ৫০ বছর পরও গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে। আজ যেভাবে দুর্নীতি, অর্থপাচার মহামারীর আকার ধারণ করেছে তা রুখতে না পারলে বাংলাদেশের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে।


গণফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের জাতীয় সংলাপ জরুরি হয়ে পড়েছে। দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে সরকারের প্রতি আহŸান জানান গণফোরামের দুই শীর্ষ নেতা।


শেয়ার করুন