১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:২২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ২ শিশু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ২ শিশু ঘটনাস্থলে পুলিশ


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে বন্দুক হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। ঘটনায় দুই শিশু আহত হয়েছে। গুলির সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিল ওই হামলাকারী। গত ৩ জুলাই সোমবার ফিলাডেলফিয়ার দক্ষিণাঞ্চলীয় কয়েকটি ব্লকজুড়ে এ তান্ডব চালায় সে। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, ঘটনাস্থল থেকে আরেক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি হামলাকারীকে টার্গেট করে গুলি ছুঁড়ছিলেন। তবে পুরো বিষয়টি স্পষ্ট হতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম আউটল বলেন, তদন্তকারীরা এখনও জানেন না যে কী কারণে গুলি চালিয়েছিলেন হামলাকারী। পুলিশ যখন হামলাকারীকে ধাওয়া করে, তখনও সে গুলি চালিয়ে যাচ্ছিল।

পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এখন আমরা শুধু এটুকুই জানি, ওই ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর সময়ই গুলি চালিয়ে মানুষকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। তার কাছে প্রচুর গুলি ছিল। তার কাছে একটা রাইফেল ও একটা হ্যান্ডগানও ছিল।


বর্ন ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এডমিশন

বিস্তারিত নিচের লিংকে

rb.gy 


যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা দিন দিন বেড়েই চলেছে। এই বছরের প্রথম ছয় মাসেই বন্দুক সহিংসতায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে। ফিলাডেলফিয়ার ঘটনার একদিন আগেই বাল্টিমোরে এক বন্দুকধারী দুইজনকে হত্যা করে এবং ২৮ জনকে আহত করেছে। এ নিয়ে এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে ৩৩৯ টিতে দাঁড়ালো।


শেয়ার করুন