১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউইয়র্কে ঊনবাঙাল সভা : শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
নিউইয়র্কে ঊনবাঙাল সভা : শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা ঊনবাঙাল সাহিত্য সভায় অংশগ্রহণকারীরা


‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগান সামনে রেখে গত ২৪ জুন নিউইয়র্কে বসেছিল ঊনবাঙালের ৩৭তম সাহিত্যসভা। শিল্পী সামিনা খন্দকারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি’ গেয়ে সভার শুভ সূচনা করেন। 

১৫ জন কবি/লেখক নিজেদের লেখা পাঠ করেন। ‘বাংলা কবিতার ধারাবাহিক ইতিহাস’ শীর্ষক বক্তব্য রাখেন কাজী জহিরুল ইসলাম এবং তৃতীয় পর্বে তিনি পঠিত বিষয়গুলোর ওপর অনুপুঙ্খ বিশ্লেষণমূলক আলোচনা করেন। কবি সৈয়দ কামরুল কবিতার তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে সারগর্ভ আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন মুজিব বিন হক, সাংবাদিক তাসের মাহমুদ, অভিনেত্রী বন্যা মির্জা এবং সোশ্যাল অ্যাকটিভিস্ট কাজী ফৌজিয়া। ঊনবাঙালের সভাপতি মুক্তি জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিকাল ৫টা থেকে রাত ৯টা অবধি জ্যামাইকার খলিল বিরিয়ানি পার্টি হলে কবিতা ও শিল্পরস আস্বাদনে বুঁদ হয়েছিলেন ৩৫ জন শিল্পপিপাসু মানুষ। বন্যা মির্জা বলেন, ঊনবাঙাল নামটি আমার ভীষণ পছন্দ হয়েছে।  মুজিব বিন হক শিল্পসফল আয়োজনের জন্য ঊনবাঙালের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তাসের মাহমুদ বলেন, শেখার তৃষ্ণা নিয়েই সাংবাদিকতা করেছি সারা জীবন, কাজী জহিরুল ইসলাম একজন বহুমাত্রিক কবি, তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি।

অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান ঊনবাঙালের অন্যতম সংগঠক সৈয়দ ফজলুর রহমান। যারা লেখা পাঠ করেন তারা হলেন- সাহানুকা হাসান শিখা, রাহী হাসান, ওয়াহেদ হোসেন, জেবুন্নেছা জোৎস্না, নজরুল ইসলাম, সৈয়দ ফজলুর রহমান, আব্দুল্লাহ জাহিদ, ইমাম চৌধুরী, নানজীব চৌধুরী, নিবরাস চৌধুরী, নাসিমা আখতার, রেণু রোজা, সৈয়দ রাব্বী, সৈয়দ কামরুল, সুলতানা ফেরদৌসী, কাজী জহিরুল ইসলাম।

শেয়ার করুন