১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:২৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সেহেরীতেও আলো ছড়ালো খলিল বিরিয়ানী হাউস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
সেহেরীতেও আলো ছড়ালো খলিল বিরিয়ানী হাউস খলিল বিরিয়ানীতে সেহেরীতে অংশগ্রহণকারীরা


২৩ রমজান। ঘড়ির কাঁটা তখন রাত দুটোর কথা জানান দিচ্ছে। ব্রঙ্কসের খলিল বিরিয়ানীতে তখন এক অন্য রকম দৃশ্য। একপাশে খলিল চাইনিজে চলছে ৯৫ এসএস সি গ্রুপের সেহরি পার্টি, অপরদিকে খলিল ফুড কোর্টে চলছে বন্ধু মহলের আয়োজনে আরো একচি সেহেরী অনুষ্ঠান।

সুদূর নিউ জার্সি থেকে দেড় ঘন্টার ড্রাইভ করে এসেছিলেন সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। তার সাথে ছিলেন নিউ জার্সির একটি সিটির নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলওম্যান শিফা উদ্দীন। কুইন্স থেকে অংশ নেন রিয়েলটর নূরুল আজিম, সাংবাদিক নাজমুল আহসান, কমিউনিটি একটিভিস্ট আহসান হাবিব, আব্দুর রশীদ বাবু, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক সেফ খলিলুর রহমান, ডিটেকটিভ মাসুদুর রহমান, স্বপন তালুকদার, আলা উদ্দীন, রিয়েলটর সালেহ উদ্দীন, কামরুজ্জামান বাবু, মামবুর রহমান, সাহাদত হোসেন, মোজাফ্ফর হোসেন, বাবুল হাওলাদার, গাজী সুজন, ফারুক তালুকদার, সুমন চৌধুরী, ওয়াদুদ তালুকদার, মোঃ ইসলাম মামুন, সাংবাদিক হাবিবুর রহমান, বিল্লাল ইসলাম, সাংবাদিক সৈয়দ মাকসুদুল কবির, সাংবাদিক আফরোজা ইসলাম ও তুষার পিক। খাবারের মেন্যুতে ছিল ইলিশের দোপেয়াজা, গরুর মাংস ভুনা, লাউ চিংড়ি, কয়েক প্রকার ভর্তা ভাজি, দুধ, দই এবং কয়েক প্রকার মিষ্টান্ন।

মধ্যরাত থেকে ভোরের আজান অবধি অতিথিরা চুটিয়ে আড্ডা দেন এই সেহরি পার্টিতে।

শেয়ার করুন