১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২৩:৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ইফতার বিতরণ করেছেন ক্যাটেলিনা ও জেবিবিএ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
ইফতার বিতরণ করেছেন ক্যাটেলিনা ও জেবিবিএ ক্যাটেলিনা ক্রুজের ইফতার বিতরণ


জ্যাকসন হাইটসের অ্যাসেম্বলিওম্যান এবং বাংলাদেশি কমিউনিটির বন্ধু ক্যাটেলিনা ক্রুজ এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) পবিত্র রমজানে রোজাদারদের মধ্যে ইফতার এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ইফতার বিতরণ অনুষ্ঠানটি গত ১৩ এপ্রিল বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠিত হয়। জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজ। বিশেষ অতিথি ছিলেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনান। জেবিবিএ’র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি, আহ্বায়ক শাখাওয়াত বিশ্বাস, মেম্বার সেক্রেটারি শাহ চিশতি, চিফ কো-অডিনের্টর ফেমড রকি, কামরুজ্জামান বাচ্চু, খন্দকার সান্টু প্রমুখ।

জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান জানান, রোজাদারদের মধ্যে ৩ শত ইফতার বক্স বিতরণ করা হয়। এই ৩শ ইফতার বক্সের মধ্যে ১৫০টি ইফতার বক্সের অর্থ দিয়েছেন ক্যাটেলিনা ক্রুজ এবং ১৫০ বক্স ইফতার বক্স দিয়েছে জেবিবিএ।

ক্যাটেলিনা ক্রুজ বলেন, আমি সব সময় বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির পাশে রয়েছি, আগামীতেও থাকবো। তিনি বলেন, রমজান হচ্ছে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাস শিক্ষণীয় মাস, সিয়ামের মাস। তিনি বলেন, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে আমার সম্পর্ক রয়েছে। তাদের সাথে সম্পর্কের কারণেই আমি আপনাদের পাশে রয়েছি। যে কোন প্রয়োজনে আপনাদের সহযোগিতা করতে পারছি না। তিনি আরো বলেন, গত দুই বছর মুসলিম সম্প্রদায় করোনার কারণে ঠিকমতো মসজিদে যেতে পারেনি। নিউজিলান্ডের মসজিদে হামলার পর আমি আমাদের এলাকার সকল মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমার সাথে ছিলো জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। তিনিই আমাকে জ্যাকসন হাইটসের সকল মসজিদে নিয়ে গিয়েছিলো। সত্যিকার অর্থেই ফাহাদ সোলায়মান জনপ্রিতিনিধি এবং সব সময় কমিউনিটির পাশে রয়েছেন।

অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য সভাপতি হারুণ ভুইয়া এবং আহ্বায়ক শাখাওয়াত বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন