১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:৪০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কমনওয়েলথ গেমসের ২২ তম আসর
বার্মিংহামে বসছে কমনওয়েলথ গেমসের আসর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২২
বার্মিংহামে বসছে কমনওয়েলথ গেমসের আসর ছবি/সংগৃহীত


দীর্ঘদিন পর ইংল্যান্ডে বসছে কমনওয়েলথ গেমস। আগামী ২৮ জুলাই গেমসের সুচনা হবে। বার্মিংহামে এ আসর চলবে ৮ আগস্ট পর্যন্ত। 

এর আগে ২০১৪ তে স্কটল্যান্ড এর গ্লাসগো অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস। ফলে দীর্ঘদিন পর ইংল্যান্ডে এ আসরকে কেন্দ্র করে জাঁকজমক প্রস্ততি চলছে। 

এবার এ আসর এমনিতেই পায়নি তারা। লড়তে হয়েছে। তাদের প্রতিদ্বন্ধি ছিল দক্ষিন আফ্রিকার ডারবান। শেষ পর্যন্ত বার্মিংহাম আয়োজন সত্তা লাভ করে।

এটা হল কমনওয়েলথ গেমসের ২২ তম আসর। 

এদিকে কমনওয়েলথ গেমস সামনে রেখে বাংলাদেশের এ্যাথলেটরা প্রস্ততি শুরু করেছে। গত ৪ মার্চ থেকে বিকেএসপিতে ১১ জন অ্যাথলেট নিয়মিত প্রস্ততি নিয়ে যাচ্ছেন। তাদের প্রস্তৃুতিটা মুলত হাই জাম্প এর জন্য । কোচ মাহফুজুর রহমান আশা করছেন, এ আসরে বাংলাদেশের অ্যাথলেটরা চমক দেখাবেন। জানা গেছে অ্যাথলেটদের ভালো প্রস্ততির জন্য একজন বিদেশী খোঁজ আনার চেষ্টা করছে ফেডারেশন। 


শেয়ার করুন