১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


দফায় দফায় বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ
১৯ দিনের মাথায় দ্বিতীয় দফা বিদ্যুতের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৩
১৯ দিনের মাথায় দ্বিতীয় দফা বিদ্যুতের দাম বৃদ্ধিতে  গভীর উদ্বেগ


 ১৯ দিনের মাথায় দ্বিতীয় দফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক। নেতৃবৃন্দ বলেন, এরফলে দেশীয় শিল্প, উৎপাদন বন্টনসহ জনজীবন ক্ষতিগ্রস্থ হবে, জনজীবনে দুর্ভোগ বাড়বে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে বিদ্যুৎ ও জ্বালানীর দাম বাড়াতে সরকারের এখন আর গণশুনানীর প্রয়োজন হচ্ছে না। নির্বাহী বিভাগের অপরিপক্ক সিদ্ধান্তের ফলে দেশে জ্বালানী সমস্যার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির পাশাপাশি জনজীবনে সংকট গভীরতর হবে।

আইএমএফ'এর ঋণ পেতে সরকার বিদ্যুৎ ও গ্যাসের মুল্যবৃদ্ধির দিকে যাচ্ছে বলে আমাদের প্রতিয়মান হচ্ছে। গত কয়েক বছরে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের মুল্যবৃদ্ধি করা হয়েছে। মহামারীকালের অর্থনৈতিক ধাক্কা না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রেশ ধরে জ্বালানী ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিসহ অবস্থায় ফেলা হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আশা করবো সরকার দ্রুত বিদ্যুতের মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণকে স্বস্তি ফিরিয়ে আনবেন।


শেয়ার করুন