১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


৩৬ বছর পর নক আউটে মরক্কো
জার্মানির বিদায়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২২
জার্মানির বিদায়


কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। তুমুল উত্তেজনাপূর্ণ গ্রুপ লড়াইয়ে শেষ রক্ষা হয়নি তাদের। পয়েন্ট সমান করেও যোগ্যতার মাপকাটিকে স্পেনকে পেছনে ফেলতে পারেনি তারা। 

এদিনের আরেক ঘটনা মরক্কোর দ্বিতীয় রাউন্ডে ওঠা। দীর্ঘদিন পর দলটি নক আউটে ঠাই পেয়েছে। 

জার্মানির বিদায়  

রাশিয়া বিশ্বকাপেও জার্মানরা উঠতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। ফেবারিট থেকেও বিদায় নেন তারা অগনতি ভক্তকূল কাদিয়ে। এবারও সেই একই অবস্থা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির গতি ও ছন্দ অনেকটাই ম্লান। এ গ্রুপে অবশ্য দারুন করেছে জাপান। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে উঠে গেলে তারা নকআউটে। গত রাতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ওই নক আউট নিশ্চিত করে ফেলে তারা। অবশ্য আগ থেকেই অ্যাডভান্টেজে ছিল দলটি। হেরেও গোলব্যাবধানে জার্মনি থেকে এগিয়ে স্বস্থির হাসি ছিল স্প্যানিশদের। তাদের পয়েন্টও ৪। এতে করে এই গ্রুপ থেকে বিদায় নিল বেলজিয়াম ও জার্মানি।


নক আউট নিশ্চিতের পর মরক্কো ফুটবল দলের একটি মূহূর্তছবি সংগৃহীত 


মরক্কো নক আউটে 

কানাডাকে শেষ ম্যাচে হারিয়ে সর্বাদিক ৭ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গেই নক আউটে উঠেছে মরক্কো। এ ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে তারা কানাডার বিপক্ষে। মরক্কো নক আউটে গেলেও কোনো পয়েন্ট লাভে ব্যর্থ হয়ে বিদায় নিল এবার কানাডা। 

গ্রুপ ‘এফ’ থেকে নক আউটে যাওয়া মরক্কোর স্বপ্ন পূরণ দীর্ঘ ৩৬ বছর পর।  


শেয়ার করুন