১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভায় উপস্থিতি


গত ২৬ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ইটজি চাইনিজ রেস্তারাঁর পার্টি হলে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি এমএ সালাম আকন্দ ও সভাটি পরিচালনা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক লষ্কর মইজুর রহমান জুয়েল। সভার প্রধান এ্যাজেন্ডা ছিল, পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও নীতিনির্ধারক ডাঃ আব্দুস সবুর। তিনি সংগঠনে আগত নতুন সদস্যদেরকে স্বাগত জানান এবং তাদেরকে নতুন উদ্দমে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নীতি নির্ধারক মামুনুর রশিদ। তিনি কমিটিকে স্বাগত জানান এবং নতুন আগত সদস্যদের সংগঠন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি, ৭ (সাত) সদস্য বিশিষ্ট নীতি নির্ধারক পরিষদ, ৪৫ জন কার্যকরি সদস্য, ৫৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন সংঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ও সাহিত্য সম্পাদক এসএম মোজাম্মেল হক এবং নতুনদের মধ্য থেকে রবিউজ্জামান, হাসান মাহমুদ, মোঃ শামীম আহমেদ ও মোহাম্মদ রাসেল মাহমুদ প্রমুখ। সহসায় বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা মারফত নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। সবশেষে সভাপতির এম এ আকন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন