১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সম্মিলিত বরিশাল বিভাগবাসী
সভাপতি সালাম, সাধারণ সম্পাদক জুয়েল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
সভাপতি সালাম, সাধারণ সম্পাদক জুয়েল এম এ সালাম আকন্দ, লস্কর মইজুর রহমান জুয়েল


জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন রেস্টুরেন্টে গত ৪ নভেম্বর সন্ধ্যায় সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াদুদ তালুকদার। সভায় ২০২২ সালের বার্ষিক বনভোজনের হিসাব প্রদান করা হয় এবং সমিতির পরবর্তী মেয়াদের জন্য এমএ সালাম আকন্দকে সভাপতি এবং লস্কর মইজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। চলতি মাসের অর্থাৎ ২৬ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভাপতি অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে। মিটিংয়ের তারিখ ও সময় শিগগিরই জানানো হবে। সভায় আগামী ১২/০৯/২২ইং তারিখে সমিতির সহ-সভাপতি সবিতা রানী দাসকে জাতিসংঘ কর্তৃক ইউএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করায় সমিতির পক্ষ থেকে তাকে টক অব দ্য টাউনে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি ও প্রধান নীতিনির্ধারক ওয়াদুদ তালুকদার, প্রাক্তন সভাপতি ও নীতিনির্ধারক ডাক্তার আব্দুস সবুর, প্রাক্তন সভাপতি জসীম চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক ও নীতিনির্ধারক কায়কোবাদ খান, সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহ আলম, সহ-সভাপতি প্রিন্স মৃধা, সহ-সভাপতি সবিতা রানী দাস, এমএ সালাম আকন্দ, লস্কর মইজুর রহমান জুয়েলসহ অনেকে। পরিশেষে প্রীতিভোজ শেষে সভার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন