১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জুন নয় ডিসেম্বরে খুলে দেয়া হতে পারে পদ্মা সেতু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
জুন নয় ডিসেম্বরে খুলে দেয়া হতে পারে পদ্মা সেতু পদ্মা সেতু ফাইল ছবি


পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার সময়সীমা বেড়েছে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু এ বছরের শেষ নাগাদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এজন্য দ্রুত গতিতে কাজ চলছে।

 এর আগে পদ্মা সেতু আগামী ৩০ শে জুন খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতদিন এ পর্যন্ত নির্ধারিত ছিল সব। কিন্তু প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর এটা ওপেন হওয়ার সময়সীমা নিয়ে নতুন দিনক্ষণ তৈরি হলো। গত বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে’।

 পরবর্তীতে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রিপরিষদ সচিব। কবে দেওয়া হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন আমরা বলেছি ৩০ শে জুনের মধ্যেই পদ্মাসেতু আমরা ওপেন করে দেব। এসময় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আসলে তো পদ্মাসেতু শেষ হওয়ার নির্দিষ্ট সময়ক্ষন ২০২২ এর ডিসেম্বর। আমরা চেষ্টা করছি যে যদি সম্ভব হয়, দেখা যাক। আমি উনার (প্রধানমন্ত্রী) সাথে কথা বলি- উনি কি বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য কারণ ব্যাখ্যা করে মন্ত্রীপরিষদ সচিব বলেন, যে কথাটি উনি বলেছেন তার একটি লজিক হলো- রিসেন্টলি কিছু মালামাল আসতে সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য। এই মালামাল গুলি মার্চ মাসে আসার কথা ছিল। কিন্তু এখন অনেকটা চলে এসেছে। এজন্য আমার মনে হয় আমাদের টাইমে আছে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত। ইউরোপের বিভিন্ন দেশ থেকে সব মালামাল আসবে। কিছু কিছু মালামাল আছে যেগুলো একটা বা দুইটা দেশ বানায়। এমনিতেই করোনার জন্য আসতে দেরি হচ্ছিল। এখন যুদ্ধের কারণে দেরি হচ্ছে।

উল্লেখ্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। 

শেয়ার করুন