১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশ সোসাইটির নতুন ভবনের কন্ট্রাক্ট সাইন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
বাংলাদেশ সোসাইটির নতুন ভবনের কন্ট্রাক্ট সাইন কন্ট্রাক্ট সাইন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশ সোসাইটির ভবন করা হবে। সেই ভবনে হবে কমিউনিটি সেন্টার। নির্বাচন আতাউর রহমান সেলিম এবং মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল জয়লাভ করে। নির্বাচনে জয়লাভ করার পর তাদের বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের প্রতিশ্রুতি রক্ষায় ভবন খুঁজতে থাকে। অবশেষে ১৮৯-১০ হিলসাইডে (জ্যামাইকায়) ভবন পেয়ে যায়। গত ৩১ অক্টোবর ৪ দশমিক ৯ মিলিয়নে সেই ভবন সাইন করা হয়। বাংলাদেশ সোসাইটির পক্ষে কন্ট্রাক্ট সাইন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি। এছাড়াও এ সময় কার্যকরি কমিটির সদস্যরা ছাড়াও ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

বর্তমান কমিটির শক্তির উৎসব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ জানান, নির্বাচনের সময় আমরা প্রবাসী বাংলাদেশিদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ভবনের ব্যাপারে। সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা প্রথম দাফ সম্পন্ন করেছি। কন্ট্রাক্ট সাইন করেছি। কন্ট্রাক্ট সাইনের সময় আমরা ২ লাখ ডলার এক্সকোতে রেখেছি এবং ৬ মাসের মধ্যে এই ভবন ক্লোজ করার কথা রয়েছে।

শেয়ার করুন