১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ০৮:১৮:৩৭ অপরাহ্ন


জেএফকে বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ তাহেরকে সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
জেএফকে বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ তাহেরকে সংবর্ধনা ড. সৈয়দ আবু তাহেরকে অভ্যর্থনা


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে তার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে এসেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি ২২ সেপ্টেম্বর জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিমানবন্দরে তাকে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। 

পরে বিমানবন্দর থেকে বিশাল গাড়িবহর নিয়ে তাকে ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে নিরাপদে পৌঁছে দেন। হোটেল লবিতে জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র মুখপাত্র নকিবুর রহমান তারেকের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনকের সাবেক সভাপতি এমদাদুদ হক কামাল, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সাঈদ তারেক, বিশিষ্ট আইনজীবি অ্যাটর্নি মোহাম্মদ আবদুল আজিজসহ কমিউনিটির বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নিউইয়র্ক আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশির পক্ষ থেকে তাকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৬:৩০ মিনিটে নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানরের বলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হবে। 

শেয়ার করুন